Site icon লোকাল সংবাদ

Kendriya Vidyalaya: সন্তানকে পড়াবেন কেন্দ্রীয় বিদ্যালয়ে? দেখে নিন গুরুত্বপূর্ণ গাইডলাইন

Kendriya Vidyalaya

প্রতিনিধত্বমুলক

Kendriya Vidyalaya: নিজের সন্তানের জন্য ভবিষ্যৎ প্ল্যান কি করেছেন? সঠিক শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে ভর্তি করতে পারেন কেন্দ্রীয় বিদ্যালয়ে। কেন্দ্রীয় বিদ্যালয় ভর্তি করার দুর্দান্ত সুযোগ রয়েছে আপনাদের সামনে তাই দেরি না করে লুফে নিন এই সুযোগ। ক্লাস 1, কিন্ডারগার্টেন, কেজি 1 এবং কেজি 2-এ ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নিশ্চয়ই জানতে চাইছেন কবে থেকে শুরু হয়েছে এই ফর্ম দেওয়ার প্রক্রিয়া? ৭ই মার্চ থেকে ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kendriya Vidyalaya) এর অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তির ফর্ম দেওয়া হবে। সেখান থেকে ফর্ম তুলে জমা দিতে হবে। তবে প্রক্রিয়াটি মোটেও এত সহজ নয়। আজকের প্রতিবেদনটি একবার পড়লেই জানতে পারবেন সবিস্তারে।

অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম তুলে তার জমা দেওয়ার কিছু নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya) ভর্তি করতে গেলে এই গাইডলাইন অভিভাবককে অবশ্যই মানতে হবে। দেরি না করে চটজলদি দেখে নিন আজকের এই প্রতিবেদন। যদি সঠিকভাবে পদ্ধতি অবলম্বন না করেন তাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনার সন্তানের ফর্ম। ভর্তি সংক্রান্ত সমস্ত নিয়ম এবং শর্ত জেনে নিন বিস্তারিতভাবে।

কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kendriya Vidyalaya) ভর্তি করতে গেলে কি কি নিয়ম এবং শর্ত মানতে হবে?

ক্লাস 1, কিন্ডারগার্টেন, কেজি 1 এবং কেজি 2-এ ভর্তির ফর্ম অনলাইনেই ফিলআপ করতে হবে। অন্যান্য ক্লাসের ফর্ম জমা দিতে হবে অফলাইনের মাধ্যমে। কেন্দ্রীয় বিদ্যালয় এর যে গাইডলাইন দেওয়া আছে তা অবশ্যই মানতে হবে এক্ষেত্রে। যারা খুঁটিনাটি জানতে চান কেন্দ্রীয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করলে জানতে পারবেন সবকিছুই। এজন্য এই লিঙ্কে – kvsangathan.nic.in ক্লিক করতে হবে।

আরও পড়ুন: QS Ranking: কিউএস র‍্যাঙ্কিংয়ে দুর্দান্ত ফলাফল ভারতের বিশ্ববিদ্যালয়গুলির, বাংলার কতগুলি?

কোন কোন বিষয় আছে যা কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya) ভর্তি করার ক্ষেত্রে মানতে হবে?

Exit mobile version