India Canada Relation: বেড়েই চলেছে ক্ষোভের মাত্রা, কোন দিকে মোড় নেবে কানাডা ও ভারতের সম্পর্ক। কানাডায় ক্রমাগত খালিস্তানি সম্প্রদায়ের প্রভাব বেড়েই চলেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজেই একথা বলেছেন। তিনি জানিয়েছিলেন ভারতের তুলনায় কানাডার মন্ত্রিত্ব পদে বেশি সংখ্যক শিখ সম্প্রদায়ের লোক নিযুক্ত রয়েছেন। তবে কানাডায় বেড়ে চলা এই শিখ সম্প্রদায়ের প্রভাব খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না। এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত ও কানাডার সম্পর্ক। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক প্রায় শেষের মুখে।
ভারত ও কানাডার সম্পর্ক (India Canada Relation) দিন দিন খারাপের দিকে এগোচ্ছে। শিব সম্প্রদায়ের পৃথক খালিস্তানি রাষ্ট্র গঠনের আন্দোলনের পুনর্জন্ম হচ্ছে সেখানে। ভারতের পাঞ্জাব আর তারপরেই সবথেকে বেশি শিখ সম্প্রদায় বসবাস করেন কানাডাতে। সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় ১৮ লক্ষ। যাদের বেশিরভাগেরই সমর্থন রয়েছে আলাদা খালিস্থান রাষ্ট্র তৈরি করার বিষয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজেই নাকি এই খালিস্থান পন্থীদের সমর্থক ছিলেন। তাদের ক্ষমতাতেই তিনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন।
বর্তমানে কানাডার প্রধানমন্ত্রীর এই খালিস্থানপন্থী হওয়া নিয়েই উঠছে প্রশ্ন। এমনকি কানাডায় বসবাসকারী অন্যান্য ভারতীয়রাও খালিস্তানিদের বিরুদ্ধে কথা বলছেন। খালিস্থানপন্থীদের প্রধান হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে বেশ সরগরম হয়েছে কানাডা। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে রীতিমত লড়াই শুরু হয়েছে। এতদিনের সু সম্পর্কে ইতি টেনে এখন হয়তো শত্রুতা সম্পর্কই গড়ে উঠতে চলেছে দুই দেশের (India Canada Relation) মধ্যে।
আরো পড়ুন: ১৫ বছরের আইনি যুদ্ধে হার ২৬,১৭২ কোটি টাকার জরিমানা দেবে গুগল
হারজিত সিং নিজ্জরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় খালিস্তানিপন্থীরা। তার বিপক্ষে ভারতের পক্ষ থেকেও প্রতিবাদ করা হয়েছে। বেশ কয়েক ঘণ্টা ধরে দু পক্ষই একে অপরের বিরুদ্ধে স্লোগান চালিয়ে গেছে। কানাডার ছাত্রছায়ায় থেকে যেভাবে খালিস্থানিরা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে তা মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিদেশ মন্তকও। ভারত বিরোধী কার্যকলাপ যদি বন্ধ না হয় তাহলে কানাডার সাথে আর কোন প্রকার বাণিজ্যিক সম্পর্ক (India Canada Relation) রাখতে চায় না ভারত। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে কানাডাকে।
খালিস্তানিদের এই বাড়বাড়ন্ত দেখে রীতিমত চিন্তায় পড়ে গেছে দিল্লি। এবং কানাডারও এই বিষয় নিয়ে চিন্তিত হওয়া প্রয়োজন এমনটাই জানিয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। আলাদা খালিস্থান রাষ্ট্র কখনোই কাম্য নয়। কিন্তু কানাডার প্রধানমন্ত্রী একেবারেই উল্টো পথে হাঁটছেন। তিনি খানিস্তানিদের বিরোধিতা করার বদলে প্রধানের মৃত্যুর দোষ দিচ্ছেন ভারতকে। স্বাভাবিকভাবেই ভারত ও কানাডার সম্পর্ক (India Canada Relation) ভালো হবার যেটুকু আশা ছিল, সেটুকুও এখান থেকে শেষ হতে বসেছে।