India Post Logistic Services: দুটি নতুন পরিষেবার ঘোষণা, ডাকের মাধ্যমে মালপত্র বহন এখন আরও সোজা

India Post Logistic Services: ভারতীয় রেলের পর দ্বিতীয় বৃহত্তম ভারতীয় সরকারি পরিষেবা হলো ভারতীয় ডাক। মূলত চিঠির মাধ্যমে খবরাখবর দেওয়া-নেওয়া করার জন্যই ভারতীয় ডাকের প্রতিষ্ঠা করা হয়। তবে এখন সময়ের সাথে বদলেছে যুগ। চিঠির সময় আর নেই বললেই চলে। ইন্টারনেটের যুগে এখন মুঠোফোনের মাধ্যমেই কয়েক সেকেন্ডে পৌঁছে যাওয়া যায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। সেই জন্যই ভারতীয় ডাকের আয় বাড়াতে কিছু নতুন পরিষেবা যোগের প্রস্তাব দিয়েছিল কেন্দ্র।

মূলত ডাক বিভাগকে আরও লাভজনক করে তুলতে পণ্য পরিবহনকে অঙ্গ বানিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রস্তাব দেয় কেন্দ্র। সেই প্রস্তাবানুসারে দেশের ডাকঘরগুলিতে দুটি নতুন পরিষেবা চালু করার কথা ঘোষণা করলো ভারতীয় ডাকঘটগুলি। সামনে এলো লজিস্টিক পোস্ট ও মোবাইল পার্সেল ভ্যান! জানা যাচ্ছে বেশি ওজনের জিনিস পাঠাতে লজিস্টিক পোস্ট এবং অল্প ওজনের জিনিস পাঠাতে মোবাইল পার্সেল ভ্যান নামে এই দুটি পরিষেবা আনা হয়েছে। ভারতীয় ডাকের (India Post Logistic Services) দাবি এবার থেকে গ্রাহকরা দেশের মধ্যে যেমন পণ্য পাঠাতে পারবে তেমনই পারবেন দেশের বাইরেও জিনিসপত্র পাঠাতে। আর এই দুটি ক্ষেত্রেই ডাক কর্মীরা গ্রাহকের বাড়ি থেকে জিনিস তুলে তার গন্তব্যে পৌঁছে দেবে।

ডাক বিভাগের (India Post Logistic Services) পশ্চিমবঙ্গ ভাগের খবর সর্বাধিক ৩৫ কেজি ওজনের পণ্য পৌঁছে দেওয়া যাবে মোবাইল ভ্যান পার্সেলের মাধ্যমে। অন্যদিকে সর্বাধিক তিন টন পর্যন্ত ওজনের জিনিস পৌঁছানো হবে লজিস্টিক পোস্টে। পশ্চিমবঙ্গের প্রথম লজিস্টিক পোস্ট হিসেবে চলতি মাসেই বীরভূমের সিউড়ি থেকে দীঘা পর্যন্ত পরিষেবা দেওয়া হয়েছে। মূলত ব্যবসায়িক পণ্য সরবরাহের জন্য এই পরিষেবা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। অন্যদিকে ব্যক্তিগত জিনিসপত্র পাঠানো যাবে মোবাইল পার্সেল ভ্যানের মাধ্যমে।

আরো পড়ুন: মিটতে চলেছে বকেয়া ডিএর সমস্যা, সপ্তম পে কমিশনে লাভবান হবেন সরকারি কর্মীরা

ভারতীয় ডাকের এক আধিকারিক জানান পশ্চিমবঙ্গের ৩২টি রুটের প্রধান ডাকঘরগুলিকে নিয়ে ইতিমধ্যে মোবাইল ভ্যান পার্সেল পরিষেবা দেওয়া হচ্ছে। এতে বহু মানুষ উপকৃত হচ্ছেন। এই পরিষেবা নিতে সরাসরি ভারতীয় ডাক বিভাগের (India Post Logistic Services) ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হয়। এরপর নির্দিষ্ট তারিখ এবং সময়ে বাড়িতে বড় পার্সেল ভ্যানে পণ্য তুলে নিয়ে যাবে ভারতীয় ডাকের লোকেরা। জানা যাচ্ছে অন্যান্য বেসরকারি বড় কুরিয়ার সার্ভিসের মতোই এবার পরিষেবা দেবে ভারতীয় ডাক তাই আবার তুলনায় প্রায় অর্ধেক খরচে।

লজিস্টিক পরিষেবার জন্যও অনলাইন বুকিং করতে হয়। ব্যবসায় বা বাড়ি বদলের ক্ষেত্রে এই পরিষেবা খুব উপকারী হতে চলেছে। জানা যাচ্ছে শান্তিপুরের শাড়ি এবং অন্যান্য ব্যবসায়ী উপাদানও এবার এই পরিষেবার (India Post Logistic Services) মাধ্যমে পাঠানো শুরু হবে। জানা যাচ্ছে এক্ষেত্রে একটি গাড়িতে এক জনের পণ্য নিয়ে যাওয়া যায়। তবে ওজন হতে হবে তিন টনের মধ্যে। যেখানে প্রতি কিলোমিটারে ২ টাকা থেকে ২৯.৩৬ টাকা খরচ হতে পারে। এতো স্বল্প খরচে আর কোনো সংস্থা পণ্য বয়ে দেয়না। এছাড়াও থাকবে পণ্যের বীমা যাতে দুর্ঘটনা হলে ক্ষতিপূরণও পায় গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *