ISRO Space Docking: দুটি আলাদা আলাদা কৃত্রিম উপগ্রহকে মহাকাশে স্পেস হ্যান্ডশেক করালো ইসরো। সফল হলো ভারতের স্পেস ডকিং প্রোগ্রাম। ইসরোর তরফে বৃহস্পতিবার সকালেই এই সাফল্যের কথা জানিয়ে পোস্ট করা হয় সমাজ মাধ্যমে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই অভিনব সফলতায় বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সফল স্পেস ডকিং দেশ হিসেবে নাম লেখালো ভারত। আর এর পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন ইসরোকে।
এর আগে রবিবার স্পেস ডকিংয়ের চেষ্টা চালায় ইসরো। সেদিন দুটি আলাদা কৃত্রিম গ্রহকে প্রথমে ১৫ মিটার ও পরে ৩ মিটার পর্যন্ত কাছে আনা হয়। কিন্তু সেই প্রতীক্ষিত হ্যান্ডশেক করানো সম্ভব হয়নি। আর সেই জন্যই ওই দুটি কৃত্রিম উপগ্রহ পরস্পরকে স্পর্শ করার আগেই তাদের দূরে সরিয়ে আনা হয়েছিল। এর পর ইসরো জানিয়েছিল যে পরবর্তী পদক্ষেপের কথা পরে জানানো হবে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সুখবর দিলো ইসরো।
এদিনের একটি পোস্টের মাধ্যমে ইসরো জানিয়েছে স্পেস ডকিং সম্পন্ন হয়েছে। এটা ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমে পরীক্ষামূলক ভাবে ১৫ ও ৩ মিটার যাচ্ছে আনার চেষ্টা করা হয়েছিল। তারপর অবশেষে দুটি উপগ্রহের পরস্পরকে স্পর্শ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ হয়েছে প্রত্যাহার। এবার বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত স্পেস ডকিংয়ে সাহায্য পেলো। দলকে অভিনন্দন।
আরও পড়ুন: যাত্রী সুরক্ষায় বড় সিদ্ধান্ত রেলের, বসছে এআই ক্যামেরা
আরও জানা যাচ্ছে যে মহাকাশে স্পেস হ্যান্ডশেক করার কাজ সম্পন্ন হয়েও এখনও সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আনডকিং প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। এই সাফল্যে প্রশংসা করে প্রধানমন্ত্রী লেখেন এই বিরাট সাফল্য অর্জনে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন। স্যাটেলাইটগুলির স্পেস ডকিং অবশেষে সম্পন্ন হয়েছে। এটি আগামী দিনে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের বড় অংশ হয়ে থাকবে।
এই প্রশ্নের প্রেক্ষিতে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন দুটি আলাদা কৃত্রিম উপগ্রহের একই গতিবেগে একই দূরত্ব পাড়ি দিয়ে মহাকাশে একই বিন্দুতে একসাথে পৌঁছায় এবং একত্রিত হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বিজ্ঞানের ভাষায় মহাকাশে স্পেস হ্যান্ডশেক বা স্পেস ডকিং বলা হয়। বৃহস্পতিবার বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই নজির গড়তে দেখা গেলো আমাদের মাতৃসম দেশ ভারতকে।