India-Taliban: পাক বিমান হানার নিন্দার পরেই মুখোমুখি হলো ভারত ও আফগানের একটি প্রতিনিধি দল। ভারতের বিদেশমন্ত্রী বিক্রম মিস্রী সম্প্রতি বৈঠক সারলেন আফগানিস্তানের তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে। এই বৈঠক সম্পন্ন হল নয়াদিল্লি অথবা কাবুলে নয়। সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে হল এই বৈঠক।
কিছুদিন আগেই আফগানিস্তানে পাক বিমানহানার নিন্দা করেছিল ভারত সরকার আর তারপরেই দুই দেশের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি স্তরের এই বৈঠক হল দুবাইয়ে (India-Taliban)। কী আলোচনা হল এই বৈঠকে? সাউথ ব্লকের তরফ থেকে জানা যাচ্ছে যে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য চলাচল পরিবহণ ও ক্রিকেট-সহযোগতা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। তালিবান সরকারের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ হিসেবে বলা যায় যে তালিবান সরকার (India-Taliban) আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করার পরে এই প্রথম কাবুলের বাইরে অর্থাৎ বিদেশের মাটিতে প্রতিনিধি পর্যায়ের এই বৈঠক করল তারা। দুই সপ্তাহ আগে আফগানিস্তানের মাটিতে একটা বড় হামলা চলে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তানি বায়ুসেনা কার্যত এই হামলা চালায় যার পর ভারত এই হামলার নিন্দা করে আর তারপরেই নয়াদিল্লি ও কাবুলের কাছাকাছি আসার সমীকরণ বিশ্ব রাজনীতির অনেক কিছুই বদলে দিচ্ছে।
আরো পড়ুন: নিয়ম বদলে গেলো পাসপোর্টের, জালিয়াতি রুখতে কড়া হলো কর্তৃপক্ষ
গত ২৫শে ডিসেম্বর পাক বায়ুসেনা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালায়। রীতিমতো যুদ্ধ বিমান পাঠিয়ে হামলা চালায় পাকিস্তান। এই হামলার পিছনে পাক সরকারের দাবি ছিল, আফগান তালিবানের একাংশের মদতপুষ্ট তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে আফগানিস্তানের তালিবান সরকার এই দাবী নস্যাৎ করে। এই হামলায় কাছাকাছি এনে দিল ভারত ও তালিবান সরকারকে (India-Taliban)।
তালিবান সরকার জানান বারমাল জেলায় লামান-সহ সাতটি গ্রাম লক্ষ্য করে পাক বায়ুসেনা একের পর এক হামলা চালানো করেছে। যার ফলে সেখানে মহিলা ও শিশু-সহ ৪৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। সোমবার ভারত সরকার ওই বিমানহামলার নিন্দা করে বিবৃতি দেয়। আফগানিস্তানে বিমানহানা নিন্দাজনক বলে তালিবানের পাশে দাঁড়ায় ভারত আর এর ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই দ্বিপাক্ষিক কূটনীতি সম্ভব হল দুই দেশের (India-Taliban) মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার আফগানিস্তানে ভূমিকম্প ও অভ্যন্তরীণ সংঘাতের পরিস্থিতিতে ‘মানবিক সাহায্যে’র জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তালিবান সরকার।