India Vietnam Weapon Deal: এবার আরও ঘনিষ্ঠ হতে চলেছে ভারত ভিয়েতনাম সম্পর্ক। সম্প্রতি এই দুই মিত্র দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ৭০০ মিলিয়ন ডলারের বিরাট চুক্তি। জানা যাচ্ছে ব্রহ্মোস সুপার সোনিক ক্রুজ মিসাইল সিস্টেম কেনার জন্যই এই গুরুত্বপুর্ণ চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। আর এর ফলে ভিয়েতনাম ফিলিপাইনের দ্বিতীয় দেশ হতে চলেছে যেই দেশে ভারত থেকে এই অস্ত্র আমদানি করছে। ভারত এবং রাশিয়ার যুগ্ম প্রচেষ্টায় তৈরি এই মিসাইল বর্তমান বিশ্বের অন্যতম দ্রুত গতির ক্রুজ মিসাইল। যার সর্বচ্চো গতি রয়েছে ম্যাক ২.৮ থেকে ৩ পর্যন্ত। এই মিসাইল ২৯০ কিলোমিটার পর্যন্ত লক্ষ করে আঘাত করতে পারে।
চীন সাগরে অশন্তকর পরিস্থিতিতে ভিয়েতনাম নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে আগ্রহ দেখাচ্ছিল। ভারত এবং ভিয়েতনামের মধ্যে চুক্তির (India Vietnam Weapon Deal) ইতিহাস দেখলে বোঝা যায় চৈনিক শক্তির মোকাবিলায় একে অপরের পাশে থেকেছে এই দুই দেশ। এই চুক্তি সম্পন্ন হওয়ার মাধ্যমে ভিয়েতনামের নৌসেনা এবং বিমানসেনা শক্তি বেড়ে যাবে বহু গুণে। এই মিসাইল ওই দেশের প্রতিরক্ষা বাহিনীর একটা বড় সংযোজন হতে চলেছে। যার ধ্বংসাত্মক ক্ষমতা মারাত্মক।
ভারত ও ভিয়েতনামের এই চুক্তি (India Vietnam Weapon Deal) চীনের জন্য একটি বড় বার্তা হতে পারে। চীন সাগরের পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্ত রয়েছে পরিস্থিতি। তাই ভারতের তৈরি এই শক্তিশালী মিসাইল ভিয়েতনামের হাতে গেলে চীনের জন্য এটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রানুসারে ভারতের কূটনৈতিক এবং প্রতিরক্ষা কৌশলের দিক থেকে বেশ প্রশংসা আসতে চলেছে। এই ৭০০ মিলিয়ন ডলারের চুক্তি প্রতিরক্ষা উদপাদনে ভারতকে বিশেষ সহায়তা করতে পারে।
আরো পড়ুন: আরও ক্ষমতা বাড়ল ভারতীয় সেনার, শত্রু সায়েস্তায় স্বাক্ষরিত হলো ১৩৫০০ কোটি টাকার চুক্তি
ভিয়েতনাম সরকার তাদের নৌবাহিনী, বিমানবাহিনী এবং স্থলবাহিনের শক্তি বাড়াতে মনোযোগ দিয়েছে। যার জন্য ভারতের সাথে স্বাক্ষরিত হয়েছে ৭০০ মিলিয়ন ডলারের চুক্তি (India Vietnam Weapon Deal)। এই ব্রাহ্মস মিসাইল যুক্ত হলে ভিয়েতনামের প্রতিরক্ষার ক্ষমতাকে কয়েকাংশে আরও বাড়িয়ে তুলবে। এই মিসাইল অনেক দূর থেকে শত্রুপক্ষকে লক্ষ করে আঘাত করতে পারবে।
অন্যদিকে ভারত এই প্রতিরক্ষা রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে বেশ মনোযোগী হয়ে উঠেছে। ২০৩০ সালের মধ্যে ভারত ৫ বিলিয়ন ডলারের বেশি প্রতিরক্ষা রপ্তানি করার টার্গেট নিয়েছে। ভিয়েতনামে ভারতের তৈরি মিসাইল পাঠানোর চুক্তি (India Vietnam Weapon Deal) স্বাক্ষরিত হওয়ায় বিশ্ব বাজারে ভারতের ব্রাহ্মস যে বিশ্ববাজারে বেশ পরিচিতি পাবে এই বিষয়ে আশাবাদী সকলে। এটুকু বলা যাচ্ছে যে ভারত ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত হওয়া এই চুক্তি দুই দেশের জন্যই ইতিবাচক প্রভাব ফেলতে পারে।