India Vs China: এবার সামনে এলো গুরুত্বপুর্ণ একটা আপডেট। এই প্রসঙ্গে পাওয়া তথ্যনুযায়ী জানা যাচ্ছে ২০২০ সাল থেকে ভারত ও চীনের মধ্যে যে অসহযোগিতার পরিস্থিতি তৈরি হয় তার ইতি টানা হলো। ভারতের পর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই একই কথা জানালো চিন। জানা যাচ্ছে LAC তে যে অচলাবস্থার সৃষ্টি হয় তার সমাপ্তি ঘটাতে একটি চুক্তিতে আসা হয়েছে। এদিন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানান ভারত চীনের সীমান্ত সমস্যায় দুই দেশই নিজেদের মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ রেখেছে। এবার দুই দেশ একটি চুক্তিতে আসতে পেরেছে। এই বেপারে তারা ভারতকে সাধুবাদ জানাতে চান।
এদিন জিয়ান বলেন এই চুক্তিতে রয়েছে যেসব শর্ত সেগুলো বাস্তবে রূপ দিতে চিন ও ভারতের সাথে কাজ করবে। তবে বিস্তারিত তথ্য দেননি তিনি। অন্যদিকে রাশিয়ার ব্রিকস সম্মেলনে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং একটি দ্বিপাক্ষিক বৈঠকের যে সম্ভাবনার কথা জানা যায় সেই বিষয়ে জিয়ানকে জিজ্ঞেস করলে তিনি জানান কোনরকম সিদ্ধান্তে উপনীত হলে তিনি তা জানাবেন।
সোমবার ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ভারত ও চীনের দায়িত্বপ্রাপ্ত দল পূর্ব লাদাখে LAC বা সীমা বরাবর টহল দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এই অবস্থায় লাদাখে চলমান ৪ বছরের অচল অবস্থায় যে বড়ো পরিবর্তন আসবে এমনটাই ধারণা করা যায়। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান যে এই চুক্তি স্বাক্ষর হলে ভারত ও চিনা (India Vs China) সৈন্যরা আবার সীমানা টহল দিতে সক্ষম হবেন। সীমান্তের সংঘর্ষ এবার শেষের পথে আসতে পারে।
আরো পড়ুন: ভারতের উপর আমেরিকার দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে ভাবছে ওয়াশিংটন?
এই সপ্তাহে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে বৈঠক হওয়ার কথা রয়েছে তাতে করে পূর্ব লাদাখের চার বছরের দীর্ঘ অচলাবস্থার সমাধান করতে পারে বলে ভাবছে বিশিষ্ট মহল। এই চুক্তিতে ডেপসং ও ডেমচক অঞ্চলে টহল শুরু করা যাবে বলে জানা যাচ্ছে।
গত কয়েক বছরে দুই দেশ কয়েকবার সংঘর্ষের পথে হেঁটেও পিছু হটেছে সমঝোতার মাধ্যমে। তবে বারবার ডেপসাং ও ডেমচোক এলাকার অচলাবস্থার সমাধান করে সীমান্ত এলাকায় শান্তি ফেরাতে সক্ষম হয়নি। ভারত এই বিষয়ে জানায় সীমান্তে শান্তি না ফেরা অবধি চীনের (India Vs China) সাথে স্বাভাবিক সম্পর্কে ফিরবে না।