Chinese Spy Balloon: ভারতের আকাশে চাইনিজ স্পাই বেলুন, বায়ু সেনার তৎপরতায় ধ্বংস করা সম্ভব হলো

Chinese Spy Balloon: ভারতের আকাশে চাইনিজ স্পাই বেলুন, বায়ু সেনার তৎপরতায় ধ্বংস করা সম্ভব হলো। সম্প্রতি ভারতীয় বায়ু সেনের একটি গুপ্ত অভিযানের তথ্য প্রকাশ্যে এসেছে। তথ্য সূত্রে জানা গেছে, ভারতের আকাশে প্রায় ৫৫ হাজার ফুট উচ্চতায় উড়তে দেখা গেছে একটি চাইনিজ স্পাই বেলুনকে (Chinese Spy Balloon)। ভারতীয় বায়ু সেনা গুলি করে সেই বেলুনটিকে নিচে নামিয়ে এনেছে। কিছুদিন আগে মার্কিন মুলুকেও ঠিক একই ঘটনা ঘটার কথা শোনা গেছিল। তবে মার্কিন মুলকে যে স্পাই বেলুনটিকে পাওয়া গেছে তার তুলনায় ভারতে পাওয়া বেলুনটির আয়তন কম।

ঘটনাটি ঘটেছে গত বছরই। ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনী দক্ষিণ ক্যারোলিনার উপকূলে একটি স্পাই বেলুনকে (Chinese Spy Balloon) গুলি করে নিচে নামিয়েছিল। বেলুনটির উপর গবেষণা করার পর জানা গেছে বেলুনটি চীন থেকে আমেরিকার উদ্দেশ্যে উড়ে এসেছিল। বেলুনটিতে বসানো ছিল একটি হাই রেজলিউশনের ক্যামেরা। এই তথ্যের উপর ভিত্তি করে চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছিল আমেরিকা কিন্তু চীন সেই অভিযোগ মেনে নিতে অস্বীকার করেছে।

এবার ভারতীয় আকাশে উড়তে দেখা গেল আবারও একটি চাইনিজ স্পাই বেলুনকে (Chinese Spy Balloon)। ভারতীয় সেনাবাহিনী যে বেলুনটিকে ধ্বংস করেছে সেটিকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপরে ৫৫ হাজার ফিট উচ্চতায় উড়তে দেখা গেছিল। এই বেলুনটির স্টিয়ারিং এ চাইনিজ মেকানিজম লক্ষ্য করা যাচ্ছে। অনেক বড় পরিসরের এলাকা পর্যবেক্ষণ করার জন্যই ব্যবহার করা হয় স্পাই বেলুনগুলিকে। এবং বিভিন্ন রকম মেকানিজমের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করা হয় এই বেলুনের মাধ্যমেই।

৫৫ হাজার ফিট উপরে উড়তে থাকা একটি বেলুনকে গুলি করে ধ্বংস করা মোটেও মুখের কথা নয়। কিন্তু সেই কাজটাই সম্ভব করে দেখেছে ভারতীয় বায়ু সেনা। রাফাল যুদ্ধবিমানকে ব্যবহার করা হয়েছে এই কাজের জন্য। স্পাই বেলুনটি (Chinese Spy Balloon) ধ্বংসের মধ্যে দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে ভারতীয় সেনাবাহিনী। ঠিক যেভাবে আমেরিকান নিজের ক্ষমতা প্রদর্শন করেছিল এক বছর আগে একই পদ্ধতিতে ভারত ও তাদের ক্ষমতা প্রকাশ করল শত্রু দেশের সামনে।

ভারত স্পাই বেলুনটির (Chinese Spy Balloon) পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্তে এসেছে যে এই বেলুনটিও চীনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এর আগে যখন আমেরিকা চীনের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিল তখন চীন সরাসরি তার বিরোধিতা করে। অনেক বড় প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছিল সেই সময়। আমেরিকার অভিযোগের উত্তরে চীন জানিয়েছিল সেই বেলুনটি নাকি কোন গুপ্তচর বৃত্তির উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়নি। শুধুমাত্র গবেষণার উদ্দেশ্যে বেলুনটিকে আকাশে ছাড়া হয়েছিল। তারপর আবহাওয়ার কারণে ভুলবশত চীন থেকে সোজা আমেরিকার আকাশে চলে আসে সেই বেলুন। ভারতে সেই একই ঘটনা ঘটার পর তার জবাব স্বরূপ চীন কি বলতে চায়? সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *