Indian Army Power: আরও ক্ষমতা বাড়ল ভারতীয় সেনার, শত্রু সায়েস্তায় স্বাক্ষরিত হলো ১৩৫০০ কোটি টাকার চুক্তি

Indian Army Power: প্রতিবেশী বন্ধু হিসেবে শত্রুদের আত্মগোপনের পর ভারতের সীমানা জুড়ে রয়েছে টান টান উত্তেজনা। এই অবস্থায় আরও একবার ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারকে সাজিয়ে তুলতে বড় পদক্ষেপ নিল ভারত সরকার। এবার ভয়ে কেঁপে উঠবে শক্র দেশগুলি। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় কারণে উত্তপ্ত হয়ে রয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলি। কোনো কোনো দেশে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতিও।

আর এই সময়েই এমন কিছু শক্তি ভারতীয় সেনাদের জন্য বাড়ানো হচ্ছে যাতে যুদ্ধ তো দুর ভারতের দিকে চোখ তুলে তাকাতেও যাতে দুইবার ভাবে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব রকম ভাবে তৈরি থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর সেই জন্যই ভারতীয় সেনাদের (Indian Army Power) জন্য ১২টি সুখই যুদ্ধবিমান এবং ১০০টি কে-৯ বন্দুক কেনার জন্য ২০ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে ক্যাবিনেট কমিউনিটি।

দেশের প্রতিরক্ষা সুত্রে খবর মেক ইন ইন্ডিয়ার তত্বাবধানে অনুমোদন পাওয়া গেছে। এর আওতাতেই ভারতীয় বায়ু সেনার জন্য ১২টি সুখই-৩০ MKI জেট তৈরি করতে চলেছে হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড। এতে ব্যয় হতে চলেছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। এই প্রকল্পের আওতায় যুদ্ধ বিমান নির্মাণে ব্যবহার হওয়া ৬২.৬ অংশ যন্ত্রপাতি তৈরি হতে চলেছে দেশের মাটিতেই। যা বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত বিমানগুলিকে প্রতিস্থাপন কথে করতে পারবে।

আরো পড়ুন: যুদ্ধ ভুলে একত্রিত হলো রাশিয়া ইউক্রেন, ভারতের জন্যই সম্ভব হলো সব

একই ভাবে গুজরাট এও ১০০টি নিউজাররের টিকিট কাটার পর শুরু প্লাটফর্মেও হুলস্থূল। জানা যাচ্ছে এল এন্ড টি হাউইটজার দ্বারা উৎপন্ন দেশীয় উপাদান ব্যবহার হতে চলেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয় ভারতীয় সেনার (Indian Army Power) ক্ষমতা বৃদ্ধির বিষয়ে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য প্রকাশ করে শুক্রবার।

তিনি জানিয়েছেন ভারতীয় বাহিনীর ক্ষমতা ও আত্মনির্ভয়তার বৃদ্ধির দিকে ভারত আরও এক ধাপ এগিয়ে গেলো। এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের সাথে একটি বৈঠক করেন। তবে জানা যাচ্ছে ভারতীয় সেনার (Indian Army Power)। ভারতীয় সেনার ক্ষমতা আরও বাড়িয়ে বিপক্ষ শক্রদেশকে ধরাসাহি করতেই এই পদক্ষেপ নিল ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *