Indian Economy Growth: ভারতের আর্থিক বৃদ্ধির হার ৪ বছরের মধ্যে সবচেয়ে কম

Indian Economy Growth: ভারতের আর্থিক বৃদ্ধির হার নামতে চলেছে সর্বনিম্নস্তরে। কেন্দ্র সরকার এই তথ্য প্রকাশ করছেন প্রকাশ্যে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রকাশিত প্রকাশিত একটি পরিসংখ্যানে বলা হয়েছে যে ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার আরো কমতে পারে এবং সেটা দাঁড়াতে পারে ৬.৪ শতাংশে। কেন্দ্রীয় সরকারের আশঙ্কা সত্যি করে যদি সত্যিই এমনটা হয় তাহলে বলতে হবে যে ২০২০-২১ বর্ষ অর্থাৎ করোনা কালের পরে এই চলতি বছরেই আর্থিক বৃদ্ধির হার সবথেকে কম।

করোনার সময়ে ভারতের আর্থিক বৃদ্ধির হার (Indian Economy Growth) কমে হয়েছিল -৫.৮ শতাংশ। তবে গত অর্থবর্ষ থেকে একটু একটু করে আর্থিক বৃদ্ধির হার বাড়ছিল। গত অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ ছিল ও ২০২১-২২ অর্থবর্ষে সেই আর্থিক বৃদ্ধির হার গিয়ে হয় ৬.৬ শতাংশ। এরপর ২০২২-২৩ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ ছিল। তবে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার যে বৃদ্ধি পাবে না এই আশঙ্কা ছিল। তবে সেই আশঙ্কা সত্যি হলো অবশেষে।

গত বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআইয়ের তরফ থেকে একটি পূর্বাভাস পেয়েছিল। এই পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছিল যে চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার (Indian Economy Growth) ৬.৬ শতাংশ হতে পারে, তবে কেন্দ্রীয় সরকার বলছেন আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৬.৪। যা আর বি আই এর থেকে আরো কম। স্বাভাবিকভাবেই এই আর্থিক বৃদ্ধির হারের ভিত্তিতেই সাধারণ বাজেট তৈরি করা হয়। এইবার‌ও এর ব্যতিক্রম হবে না।

আরো পড়ুন: বাড়ছে ঋণের খরচ, নতুন অর্থ বর্ষে কমতে পারে ব্যাংকের মুনাফা

আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করবেন এই আর্থিক বৃদ্ধির হারের (Indian Economy Growth) পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে। এইবার ভারতের আর্থিক বৃদ্ধির হার কমার মত আশঙ্কা তৈরি হলো কেন? এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে যে, উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রের হাল এইবার ভীষণ খারাপ। সেটার প্রভাব পড়েছে আর্থিক বৃদ্ধির হারের উপরে। গত অর্থবর্ষে উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধির হার ৯.৯ শতাংশ ছিল এইবছর সেটা ৫.৩ শতাংশ হয়েছে।

অন্যদিকে পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির হার ৬.৪ শতাংশ থেকে চলতি অর্থবর্ষে ৫.৮ শতাংশ হওয়ার সম্ভাবনা। উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে হার এইভাবে কমার ফলেই আর্থিক বৃদ্ধির হার (Indian Economy Growth) কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার গতবছর যেখানে ১.৪ শতাংশ ছিল, এই বছর সেটা বৃদ্ধি পেয়ে ৩.৮ শতাংশের কাছে পৌঁছালেও উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রের হার কে ছাপিয়ে আর্থিক বৃদ্ধির হারকে বাড়াতে সাহায্য করবে না সেটা। আবার সংবাদসংস্থা পিটিআই অনুযায়ী, এইচএসবিসির তরফের পূর্বাভাসে‌ বলা হয় এই অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.২ শতাংশের কাছাকাছি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *