Indian Fishermen Caught: এদিন ভারতীয় ১০ জন মৎস্যজীবীকে আটক করলো ব্রিটিশ নৌবাহিনী। জানা যাচ্ছে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ব্রিটিশ অধিকৃত সীমানায় অনুপ্রবেশের অপরাধে ব্রিটিশ ইন্ডিয়ান ওশিয়ান টেরিটোরি কর্তৃপক্ষ কতৃক গ্রেফতার করা হয় ১০ জন ভারতীয় মৎস্যজীবীকে। গত ৯ই জানুয়ারি কন্যাকুমারী থেকে সমুদ্রে মাছ ধরতে জন একদল মৎস্যজীবী। সেখানেই মাছ ধরার সময় সীমা লঙ্ঘন করায় ওই ১০ জন মৎস্যজীবী এবং তাদের ট্রলার আটক করে রাখে ব্রিটিশ সেনা।
জানা যাচ্ছে তামিলনাড়ুর থেঙ্গাপত্তিনাম ফিশিং বন্দর থেকে বেশ কিছু ট্রলার করে মোট ২৯ জন মাছ ধরার জন্য বেরিয়েছিলেন। সেই সময় ১০ জন মৎস্যজীবীকে আটক (Indian Fishermen Caught) করা হয়। এর জন্য তামিলনাড়ুর এক কংগ্রেস নেতা জি কে ভাসান ভারত সরকারের কাছে ভারত মহাসাগরে ভারতীয়দের নাচ ধরার স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে আবেদন করেছেন। এই প্রসঙ্গে ভাসান জানান এই ঘটনায় তামিলনাড়ুর মৎস্যজীবীরা হতবাক। শ্রীলঙ্কার নৌবাহিনী ঘন ঘন ভারতীয় মৎস্যজীবীদের আটক করছে ফলে একাংশের জীবিকা হারাতে বসেছে। এবার ভারত মহাসাগরে ব্রিটিশ নৌসেনাও ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতার করছে যা অনুচিত।
সূত্রের খবর দিয়েগো গার্সিয়া দ্বীপের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে এই দশ ভারতীয় মৎস্যজীবীকে (Indian Fishermen Caught)। এই বিষয়ে তামিলনাড়ুর মৎস্য বিভাগের এক আধিকারিক জানান সোমবার ভোরে ব্রিটিশ নৌবাহিনী টুনা মাছ ধরার সময় মৎস্যজীবীদের আটক করে। মূলত আন্তর্জাতিক বাউন্ডারি লাইন বা জলসীমা লঙ্ঘনের জন্য ঘটেছে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলস দাবানলে হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা, বাতাসেও ভাসছে বিষাদ
এদিকে মৎস্য অধিদপ্তর সূত্রে খবর ভারতীয় মৎস্যজীবীদের (Indian Fishermen Caught) ব্যবহারের এই ট্রলারটি আগেও কয়েকবার সীমানা লঙ্ঘনের জন্য গ্রেফতার হয়েছিল। ইতিমধ্যেই তামিলনাড়ুর মৎস্যদপ্তর ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে এই ঘটনা জানিয়েছে। গত ১২ই জানুয়ারি তামিলনাড়ুর রামেশ্বরম এবং থাঙ্গাচিমাদমের এক দল মৎস্যজীবীকে আটক করেন শ্রীলঙ্কান নৌবাহিনী।
জানা যাচ্ছে যেসব নৌকাকে টোকেন দেওয়া হয়েছিল তার মধ্যে সব নৌকা তীরে ফেরেনি। ফলে এর তীব্র নিন্দা করে মৎস্যজীবীদের সংগঠন নিরাপত্তার দাবি জানায়। তাদের বক্তব্য যে ভারতীয় মৎস্যজীবীরা (Indian Fishermen Caught) নিরাপত্তার সাথে সাথে নিজেদের সম্পত্তিও হারিয়েছে শ্রীলঙ্কার সরকারের কাছে। এই বিষয়ে সংগঠনের একজন জানান ২০১৮ সাল থেকে মোট ২৭০ টি ভারতীয় ট্রলার আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। আর সেই জন্য অনেক মৎস্যজীবী নিজেদের জীবিকা হারিয়ে পরিবারের ঋণের বোঝা নিয়ে বেঁচে আছেন।