Indian Idol: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো হল ইন্ডিয়ান আইডল। এই সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় টেলিভিশন নন ফিকশন রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর গ্র্যান্ড ফিনালে। কিন্তু কেন হঠাৎ করে স্থগিত করা হলো এই বিশেষ দিনটিকে? ফাইনালের এই দিনটি পিছিয়ে দেওয়ার কারণ কি? একনজরে দেখে নিন আজকের এই প্রতিবেদনটি জানতে পারবেন সমস্ত অজানা প্রশ্নের উত্তর।
রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, আগামী ৫ই ও ৬ই এপ্রিল অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতার (Indian Idol) গ্র্যান্ড ফিনালে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে চ্যানেলের পেজ থেকে। শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণ চ্যানেলের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজ থেকে পোস্ট করা ভিডিওটিতে সিলমোহর দিয়েছেন। কেন এত জনপ্রিয় একটি রিয়ালিটি শো এর ফাইনালে ডেট পিছিয়ে দেওয়া হল? এর পেছনে লুকিয়ে আছে কোন বিশেষ কারণ?
কি বললেন ইন্ডিয়ান আইডলের (Indian Idol) সঞ্চালক?
সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে সঞ্চালক আদিত্য বলছেন, দর্শকেরা স্বভাবতই অপেক্ষা করে থাকে এই বিশেষ দিনটির জন্য। ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের রাতে সকলকে স্বাগত জানানো হচ্ছে। তবে শো এর বিচারক এবং প্রতিযোগী কারোরই দেখা মেলে না। অবশেষে আসল কারণ সামনে আসে। বলা যেতে পারে যেন গল্পে আসলো নতুন টুইস্ট। অভিনেত্রী নীলম প্রতিযোগীদের সঙ্গে নিয়ে মঞ্চে হাজির হয়ে জানান, বাতিল হয়ে গেছে এই রিয়েলিটি শো এর (Indian Idol) ফাইনাল। তবে অন্য আরেকদিন আয়োজিত হবে এই ফাইনালের শো। দর্শকদের শুনতে হবে প্রতিযোগীদের আরও কিছু গান। শো এর সঞ্চালক আদিত্য সকলের উদ্দেশ্যে জানান যে, শোয়ের চূড়ান্ত পর্বের আগামী দিনক্ষণ। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তের কারণ কী?
আরও পড়ুন: রণবীর এবং সময়ের সম্পর্কে এ কোন কথা বললেন বর্ষীয়ান অভিনেতা শেখর সুমন?
কেন বাতিল করা হলো ইন্ডিয়ান আইডল ১৫ -এর ফাইনাল?
চ্যানেলের এই সিদ্ধান্ত নেওয়ার আসল কারণ হলো শোয়ের অতিরিক্ত জনপ্রিয়তা। ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’-এর (Indian Idol) জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল চ্যানেলটি। সূত্রের খবর, শোয়ের এই সিজনের জনপ্রিয়তা ছাপিয়ে গেছে অন্যান্য যেকোন সিজনের জনপ্রিয়তাকে। এবার দর্শকদের আরো কিছুদিন শুনতে হবে প্রতিযোগীদের গান। সেই দাবির কথা মাথায় রেখেই চ্যানেল ও শোয়ের নির্মাতার ফিনালের দিনবদলের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে যে, প্রতিযোগীদের ভোট দেওয়ার জন্য আরও একবার ভোটিং লাইনও চালু করা হয়েছে।
ফাইনালের নতুন চমক
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ (Indian Idol) শুরু হয়েছিল ২০২৪-এর ২৬শে অক্টোবর। তবে ফাইনালে উঠতে পেরেছে ৬ জন প্রতিযোগী। তাদের মধ্যে হবে চূড়ান্ত প্রতিযোগিতা। সবচেয়ে বড় চমক হল এবারের ৬ জন ফাইনালিস্টের মধ্যে ৩ জনই বাংলার ছেলেমেয়ে। বিচারকের আসনে শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, সুখবিন্দর সিং, বাদশার উপস্থিতি প্রতিযোগিতাকে দর্শকদের কাছে আরো বেশি আকর্ষিত করেছে। অন্তিম পর্বে কোন প্রতিযোগীর মাথায় ওঠে বিজয়ীর শিরোপা, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে দর্শক মন্ডলী।