Arunita Kanjilal: শাড়ি পরে বেবিবাম্প ফ্লন্ট করছেন ইন্ডিয়ান আইডল খ্যাত অরুণিতা! বিয়ে না করেই প্রেগন্যান্ট?

Arunita Kanjilal: সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ইন্ডিয়ান আইডলের অরুণিতার (Arunita Kanjilal) কিছু ছবি। যেখানে শাড়ি পড়ে বেবিবাম্প ফ্লন্ট করতে দেখা যাচ্ছে গায়িকা অরুণিতাকে। আবার একটি ছবিতে পাশে বসে থাকতে দেখা যাচ্ছে পবনদীপ রাজনকে। শিরোনামে লেখা রয়েছে ‘ইটস এ গার্ল’। তাহলে কি বিয়ের আগেই প্রেগন্যান্ট হলেন অরুণিতা? নেটদুনিয়ার ছবি দেখে অবাক হওয়ার পাশাপাশি এমনই প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে। সত্যি কি তাই নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সত্যিটা জানালেন অরুণিতার টিম।

প্রসঙ্গত সুরেলা গায়িকা হিসেবে অরুণিতা কাঞ্জিলালকে কম-বেশি সকলেই চেনেন। বনগাঁর মেয়ে তিনি। ইন্ডিয়ান আইডল ১২-এর খ্যাতনামা একজন গায়িকা (Arunita Kanjilal)। ইন্ডিয়ান আইডল ১২-এর মঞ্চে জয়ী না হলেও সুরেলা গায়িকা হিসেবে নিজেকে গানের জগতে প্রতিষ্ঠা করে নিয়েছেন তিনি। ইতিমধ্যে বলিউড জগতেও গানের দক্ষতা দিয়ে অভিষেক হয়েছে অরুণিতার। তবে এই সবকিছুর মাঝে ইন্ডিয়ান আইডলেরই এক গায়ক পবনদীপ রাজন-এর সাথে সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে নেটদুনিয়ায়। এখনো সেই নিয়ে চলে আলোচনা।

তবে সাম্প্রতিক অরুণিতার যে ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তা নিয়ে তুমুল শোরগোল নেটদুনিয়ায়। অরুণিতার এই ছবি ঘিরে নেটপাড়ায় আলোচনা আরও তীব্রতর হয়ে উঠেছে। ছবির একঝলক দেখেই চোখ কপালে উঠেছে নেটজনতার। পাশাপাশি নেটবাসীর মনে প্রশ্ন অরুণিতা তো অবিবাহিত। তাহলে প্রেগন্যান্ট হলেন কি করে? তবে তার উত্তর দিয়েছেন অরুণিতার টিম। কি জানালেন অরুণিতার টিম?

আরো পড়ুন: ছবি মুক্তির আগেই দ্বিগুণ আয় করল “পুষ্পা টু”, জানুন এই আয়ের রহস্য

সোশ্যাল মিডিয়ায় অরুণিতার এই প্রেগন্যান্টের ছবি নিয়ে শোরগোল পড়তেই অরুণিতার টিম জানিয়েছেন, বেবিবাম্পের প্রত্যেকটি ছবি ভুয়ো। অরুণিতা গর্ভবতী হয়নি। তিনি নিজেও এই ধরনের কোনো পোস্ট নেটদুনিয়ায় শেয়ার করেনি। এই পুরো বিষয়টাই কেউ AI মাধ্যমে তৈরি করে নেটদুনিয়ায় পোস্ট করেছে। এই ছবিগুলির সাথে অরুণিতার কোনো যোগসুত্র নেই। যা গায়িকা অরুণিতার জন্য অত্যন্ত লজ্জাজনক।

তবে সোশ্যাল মিডিয়ায় অরুণিতার প্রেগন্যান্ট হওয়ার ছবি পোস্ট হতে অনেকেই পবনদীপের সাথে অরুণিতার (Arunita Kanjilal) সম্পর্ক নিয়ে আরো গভীরভাবে কিছু ভেবেছিলেন। যা নিয়ে পূর্বেই এদের সম্পর্ককে নিয়ে একাধিক ধারনা রটে ছিল। তবে এইসব ঘটনা যে মিথ্যা, গুজব তা জানিয়ে দিয়েছেন অরুণিতা-পবনদীপ দুজনেই। তারা সকলের কাছেই স্পষ্ট করে জানিয়েছেন যে তারা দুজনে শুধুমাত্র ভালো বন্ধু। তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আর অন্য কোনো কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *