Syria War: সিরিয়ায় থাকা ভারতীয়দের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলো ভারতীয় বিদেশ মন্ত্রক

Syria War: ইউক্রেন-ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের পর এবার সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হলো ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ। পশ্চিম এশিয়ার যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া। এবার সেই দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য শুক্রবার মধ্যরাতে একটি সতর্কতামূলক নির্দেশিকা জারি করল সাউথ ব্লক। নির্দেশিকায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনোর ব্যাপারে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে সাবধানে চলাফেরা করার কথা বলা হয়েছে। এছাড়াও সরাসরি সুযোগ পেলে সিরিয়া ছাড়ার বার্তা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সিরিয়ায় তৈরি যুদ্ধ পরিস্থিতিতে (Syria War) সেই দেশের ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে ভারত সরকার। গত এক সপ্তাহে সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো এবং গুরুত্বপুর্ণ জনপদ হামা দখল করে নিয়েছে ও দেশের দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহকারী গোষ্ঠী জয়শ আল ইজ্জার যৌথবাহিনী। সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে ভেবে ওই দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য উদ্বিগ্ন রয়েছে ভারত সরকার। অন্যদিকে মিত্র দেশ রাশিয়া এবং ইরানের সাহায্য পাওয়া সত্বেও ক্রমাগত পিছিয়ে যাচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত সেনাদল।

এই অবস্থায় ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান পরবর্তী নির্দেশ না পাওয়া অবধি সমস্ত ভারতীয়কে সিরিয়া (Syria War) ভ্রমণে যেতে নিষেধ করা হচ্ছে। ওই দেশে যেসব ভারতীয় নাগরিক আছেন তাদের সাহায্যের জন্য একটি হেল্পলাইন নাম্বার ও ইমেল আইডি চালু করার কথা বলেন তিনি। এছাড়া তিনি আরও যোগ করেন যাঁদের পক্ষে সিরিয়া ছেড়ে চলে আসা সম্ভব তাঁরা যেনো দ্রুত ফিরে আসেন দেশে।

আরো পড়ুন: এবার থাইল্যান্ড যাওয়া আরও সহজ, চমক ইন্ডিগো এয়ারলাইন্সের

সিরিয়ায় রাজধানী শহরের দামাস্কামুখী প্রধান সড়কের উপর অবস্থিত হামা জনপদ দখল হয়ে যাওয়ায় আসাদের ক্ষমতায় টিকে থাকা আরও সংশয়ের মুখে পড়েছে। সিরিয়ায় HTS নেতা আবু মহম্মদ আল জোলানির বাহিনী খুব দ্রুত শেষ পর্যন্ত রাজধানী দখল করতে পারে বলে জানা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে আরও ভয়াবহ রূপ নিতে চলেছে সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি (Syria War)।

ইতিমধ্যেই হামা জনগোষ্ঠী দখল হয়ে যাওয়ায় দেশের উত্তর অংশের সাথে আসাদ বাহিনীর যোগাযোগ আরও সীমিত হয়ে পড়েছে। দেশের বিদ্রোহী নেতা জোলানি একটি ভিডিও বার্তার মাধ্যমে বলেন গত ৪০ বছর ধরে সিরিয়ায় যে ক্ষত ছিলো সেটা দুর করতে হামা দখল হলো প্রথম পদক্ষেপ। একই সাথে আসাদকে সিরিয়ার এই যুদ্ধ পরিস্থিতিতে (Syria War) সামরিক সাহায্য না পাঠানোর জন্য বার্তা দিয়েছেন প্রতিবেশী দেশ ইরাক এবং শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *