Indian Premier League 2025: সারা বছর টুকটাক খেলা চললেও গোটা বছর ভারত অপেক্ষা করে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে নতুন প্রজন্ম টি-টোয়েন্টি ক্রিকেটের এই টুর্নামেন্টকে পছন্দ করে। সবেমাত্র শুরু হয়েছে নতুন বছর। এর মধ্যে কবে থেকে শুরু হবে আইপিএল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গত বছরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলকে আবারও ঘরের মাঠে খেলতে নামতে দেখতে চাইছে বাংলার মানুষ। কলকাতার দলের খেলা মানেই ইডেন গার্ডেনের বি ব্লকের বিখ্যাত ব্যালকনির দিকে ঝোঁক। সেখানেই খেলা দেখতে আসেন কিং খান। আর তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে ডিজেতে বেজে উঠবে ঝুমে জো পাঠান।
তবে এবারের আইপিএলে (Indian Premier League 2025) বাংলার দর্শকদের জন্য রয়েছে বিশেষ সুখবর। কলকাতা নাইট রাইডার্স দলের ৭টি হোম ম্যাচ ছাড়াও দুটি বাড়তি ম্যাচ পড়তে চলেছে ইডেন গার্ডেনসে। গত রবিবার অর্থাৎ ১২ই জানুয়ারি মুম্বইতে অনুষ্ঠিত হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সভায় বোর্ডের নতুন সচিব এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হলো। এদিন বোর্ড সচিবের দায়িত্ব পেলেন অসম ক্রিকেট সংস্থার দেবজিত সাইকিয়া। এর আগে তিনি বোর্ডের যুগ্ম সচিবের দায়িত্বে ছিলেন। এর সাথেই কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন ছত্তিশগড় ক্রিকেট সংস্থার প্রভতেজ সিংহ ভাটিয়া।
এছাড়াও রবিবারের বৈঠকের আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল আইপিএল। এদিনের এই বৈঠকে হাজির থাকতে দেখা যায় অভিষেক ডালমিয়া সহ আইপিএলের গভর্নিং কমিটির অন্যান্য সদস্যরাও। জানা যাচ্ছে প্রাথমিক ভাবে স্থির করা গিয়েছে এবছরের আইপিএল সূচি। জানা যাচ্ছে ২১শে মার্চ ২০২৫ থেকে শুরু হতে চলেছে আইপিএল (Indian Premier League 2025)। আর যেহেতু KKR টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই জন্যই উদ্বোধনী ম্যাচ তাদের দিয়ে কলকাতাতেই খেলা হবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: আইপিএল প্রেমীদের জন্য সুখবর, টুর্ণামেন্টের দিনক্ষণ জানিয়ে দিল BCCI
আইপিএলের (Indian Premier League 2025) নিয়ম অনুযায়ী প্রতিটি দলের শহরে ৭টি করে হোম ম্যাচ থাকে। একই ভাবে ইডেনেও নাইট রাইডার্সরা ৭টি ম্যাচ খেলেন। তবে এবার আইপিএলের আরও দুটি অতিরিক্ত ম্যাচ খেলা হবে ইডেনে, এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র অনুযায়ী। গতবারের চ্যাম্পিয়ন বাংলার এই দল। যার জন্য এবছরের আইপিএল উদ্বোধন হতে চলেছে কলকাতাতেই। এছাড়া অতিরিক্ত ভাবে ২৩শে মে একটি প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হতে চলেছে ইডেনে।
মাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল যে কলকাতার কয়েকটি হোম ম্যাচের ভেন্যু বদলে দেওয়া হতে পারে। তবে সব গুঞ্জন থামিয়ে রবিবারের বৈঠকে ৭টি হোম ম্যাচ সহ ২টি অতিরিক্ত ম্যাচ কলকাতার ঘরের মাঠ ইডেনে অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত ভারতীয় প্রিমিয়ার লীগের (Indian Premier League2025) সম্পূর্ণ সূচি আনুষ্ঠানিক ভাবে সামনে আনেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই এখন সেদিকেই সবার নজর রয়েছে।