Indian Railways: এবার নৈহাটি থেকে নবদ্বীপে চালু হতে চলেছে রেল পরিষেবা, মোট বরাদ্দ ৬০,০০০ কোটি

Indian Railways: পরিবহনের দিক দিয়ে দেখতে গেলে ভারত হলো একটি রেল নির্ভর দেশ। দূরপাল্লার ভ্রমণ হোক বা কাছেপিঠে ভারতীয় দের জীবনে রেলের ভূমিকা অস্বীকার করা যায়না। পশ্চিমবঙ্গেও রেল হলো নিত্য যাত্রীদের ভরসার একমাত্র কেন্দ্র। প্রতিদিন রেলের মাধ্যমেই যাত্রা করেন লাখ লাখ মানুষ। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে গুরুত্বপুর্ণ সমস্ত স্টেশন। স্বল্প দূরত্বে লোকাল ট্রেন ছাড়াও বেশি দূরত্বের ক্ষেত্রে রয়েছে দূরপাল্লার ট্রেন। ক্রমাগত ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। এবার সেই রেলেই আসতে চলেছে বড় বদল। যার জন্য বর্তমানে গোটা রাজ্য জুড়ে ৪৩টি প্রকল্পে কাজ চলছে।

সম্প্রতি ভারতীয় রেলের (Indian Railways) উন্নয়নমূলক কাজের তথ্য প্রকাশ করা হয়েছে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই তথ্য থেকে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ জুড়েও চলছে একাধিক প্রকল্পের কাজ। আর এর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে ৬০,১৬৮ কোটি টাকা। চলতি বছরের হিসেব অনুযায়ী বর্তমানে রাজ্যে মোট ৪৩টি প্রকল্পের কাজ চলছে। এর ফলে সংযোজন হতে চলেছে একাধিক নতুন ট্রেন রুট। ফলে ভারতীয় রেল আরও বেশি করে যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই কথাটি অস্বীকার করা যায়না।

তবে পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় রেলের (Indian Railways) পরিষেবা উন্নত করতে যেসব জায়গায় কাজ চলছে তার কিছু কিছু কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, কোনোটির কাজ এখনও শুরু হয়নি আবার কোনোটির কাজ হয়তো বর্তমানে শেষের পথে। গত মার্চ মাসের হিসেব অনুযায়ী বরাদ্দ অর্থ থেকে এখনও অবধি ব্যবহার হয়েছে ২০,৪৩৪ কোটি টাকা। ইতিমধ্যে শেষ হয়েছে ১৬৫৫ কিলোমিটার অঞ্চলের কাজ। তবে শুধুই পূর্ব রেল নয়, উত্তর, দক্ষিণ এবং পশ্চিম রেলেও সমান তালে এগিয়ে চলেছে কাজ।

আরো পড়ুন: এবার সহজেই গঙ্গা পারাপার করবে মালবাহী গাড়িও, বইবে রো রো ভেসেল

দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতীয় রেলের (Indian Railways) পূর্ব রেলে পশ্চিমবঙ্গ জুড়ে এখন ১০৮৭ কিলোমিটার লম্বা নতুন লাইন তৈরির কাজ চলছে। যার মধ্যে ৩২২ কিলোমিটার লম্বা লাইনের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে মোট ১২০১ কিলোমিটার লাইনে গজ কনভার্সন করা হচ্ছে। যার মধ্যে ৮৫৪ কিলোমিটার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়াও ডবল বা মাল্টি লাইন তৈরি হচ্ছে ২১৯২ কিলোমিটার জুড়ে। যার মধ্যে থেকে মাত্র ৪৭৯ কিলোমিটার লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে।

পশ্চিমবঙ্গের যেসব লাইনে বর্তমানে কাজ চলছে:
ভারতীয় রেলের (Indian Railways) পূর্ব শাখায় পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক লাইনে বর্তমানে কাজ চলছে। সেগুলো হলো
১. নবদ্বীপ ঘাট থেকে নবদ্বীপ ধাম নতুন লাইন
২. চন্দনেশ্বর জেওলেশ্বর নতুন লাইন
৩. নৈহাটি রানাঘাট তৃতীয় লাইন
৪. বালুরঘাট হিলি নতুন লাইন
৫. সাইথিয়া ও সীতারামপুর বাইপাস লাইনে কাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *