Eastern Railway Timetable: নতুন বছরে পূর্ব রেলে (Eastern Railway Timetable) আসতে চলেছে বড় পরিবর্তন। সময় তালিকায় আসতে চলেছে বিরাট বদল। এবার থেকে ওই তালিকা অনুযায়ীই লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করবে বলে জানা যাচ্ছে। পূর্ব ভারতীয় রেলের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নতুন এই সময় তালিকার প্রধান চমক হলো চালু হতে চলেছে নতুন কৃষ্ণনগর রানাঘাট লোকাল ট্রেন। এছাড়া দুইটি হাওড়া ও সিঙ্গুরের মধ্যবর্তী যাতায়াতকারী ট্রেনের যাত্রাপথ বাড়ানো হয়েছে বলেও খবর। যার একটি তারকেশ্বর এবং অন্যটি হরিপাল পর্যন্ত চলবে।
পূর্ব রেলের (Eastern Railway Timetable) তরফে জানানো হয়েছে যে ৪২টি গুরুত্বপুর্ণ মেল এবং এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যাত্রার সময় কমাতে কিছু ক্ষেত্রে বাড়ানো হচ্ছে ট্রেনের গতিও। কোথাও বা যাত্রীদের সুবিধায় বাড়িয়ে দেওয়া হচ্ছে ট্রেনের যাত্রাপথ। সব মিলিয়ে ভারতীয় রেল (Eastern Railway Timetable) বছরের শুরু থেকে যাত্রীদের সুবিধায় ব্রতী হতে চাইছে।
আরো পড়ুন: এবার ২৮০ কিলোমিটার বেগে ছুটবে হাইস্পিড ট্রেন, কবে চালু হবে
এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় রেলের পূর্ব শাখায় (Eastern Railway Timetable) কোন কোন ট্রেনে সময়ের পরিবর্তন করা হয়েছে:
ক্রমিক সংখ্যা | ট্রেনের নম্বর | পূর্বের সময় | পরিবর্তিত সময় |
---|---|---|---|
১ | ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস | হাওড়া ছাড়বে: ১৫.১৫ মালদা টাউন আগমন: ২১.৫০ | হাওড়া ছাড়বে: ১৪.০০ মালদা টাউন আগমন: ২০.৩০ |
২ | ১৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস | মালদা টাউন ছাড়বে: ১৯.১০/১৯.২০ হাওড়া আগমন: ০৩.৫৫ | মালদা টাউন ছাড়বে: ১৮.২০/১৮.৩০ হাওড়া আগমন: ০২.৫০ |
৩ | ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস | ঝাঝা ছাড়বে: ১৯.০০/১৯.১০ শিয়ালদহ আগমন: ০৩.০৫ | ঝাঝা ছাড়বে: ১৮.৩৫/১৮.৪৫ শিয়ালদহ আগমন: ০২.০৫ |
৪ | ১৩১৬৫ কলকাতা-সীতামারি এক্সপ্রেস | কলকাতা ছাড়বে: ২২.৪৫ ঝাঝা আগমন: ০৫.৩০/০৫.৩৫ | কলকাতা ছাড়বে: ২৩.৩৫ ঝাঝা আগমন: ০৫.৩০/০৫.৩৫ |
৫ | ১৩১৫৯ কলকাতা-জোগবানি এক্সপ্রেস | কলকাতা ছাড়বে: ২০.৫৫ মালদা টাউন আগমন: ০৫.০০/০৫.১০ | কলকাতা ছাড়বে: ২১.৪৫ মালদা শহর আগমন: ০৪.৫৫/০৫.০৫ |
৬ | ১৩১৬০ জোগবানি-কলকাতা এক্সপ্রেস। | মালদা টাউন ছাড়বে: ২০.০৫/২০.১৫ কোলকাতা আগমন: ০৩.২০ | মালদা টাউন ছাড়বে: ২০.০৫/২০.১৫ কলকাতা আগমন: ০২.৩৫ |
৭ | ১৩০৬৪ বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস। | মালদা টাউন ছাড়বে: ২৩.০০/২৩.১০ হাওড়া আগমন: ০৬.১৫ | মালদা ছাড়বে: ২৩.০০/২৩.১০ হাওড়া আগমন: ০৫.৩০ |
৮ | ১৩১৩৬ জয়নগর-কলকাতা এক্সপ্রেস | ঝাঝা ছাড়বে: ১৯.২৫/১৯.৩৫ কলকাতা আগমন: ০৩.৪০ | ঝাঝা ছাড়বে: ১৯.২৫/১৯.৩৫ কলকাতা আগমন: ০৩.০০ |
৯ | ১৩১৩৮ আজমগড়-কলকাতা এক্সপ্রেস। | ঝাঝা ছাড়বে: ১৯.২৫/১৯.৩৫ কলকাতা আগমন: ০৩.৪০ | ঝাঝা ছাড়বে: ১৯.২৫/১৯.৩৫ কলকাতা আগমন: ০৩.০০ |
১০ | ১৩১৫৬ সীতামারি-কলকাতা এক্সপ্রেস | ঝাঝা ছাড়বে: ১৯.২৫/১৯.৩৫ কলকাতা আগমন: ০৩.৪০ | ঝাঝা ছাড়বে: ১৯.২৫/১৯.৩৫ কলকাতা আগমন: ০৩.০০ |
১১ | ১৩১৫৮ মুজাফফরপুর-কলকাতা এক্সপ্রেস | ঝাঝা ছাড়বে: ১৯.২৫/১৯.৩৫ কলকাতা আগমন: ০৩.৪০ | ঝাঝা ছাড়বে: ১৯.২৫/১৯.৩৫ কলকাতা আগমন: ০৩.০০ |
১২ | ১৪০৫০ দিল্লি-গোড্ডা এক্সপ্রেস | MMD পাস: ১১.০০ গোড্ডা আগমন: ১৫.৪৫ | MMD পাস: ১১.০০ গোড্ডা আগমন: ১৫.১৫ |
১৩ | ১২৩২২ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (মুম্বাই)-হাওড়া এক্সপ্রেস | PKA পাস: ০৬.৩০ হাওড়া আগমন: ১১.৪০ | PKA পাস: ০৬.৩০ হাওড়া আগমন: ১১.১০ |
১৪ | ১৫৯৬০ ডিব্রুগড়=হাওড়া এক্সপ্রেস। | মালদা টাউন ছাড়বে: ২১.৫০/২২.০০ হাওড়া আগমন: ০৫.১০ | মালদা টাউন ছাড়বে: ২১.৫০/২২.০০ হাওড়া আগমন: ০৪.৪০ |
১৫ | ১৫৯৬২ ডিব্রুগড়=হাওড়া এক্সপ্রেস | মালদা টাউন ছাড়বে: ২১.৫০/২২.০০ হাওড়া আগমন ০৫.১০ | মালদা টাউন ছাড়বে: ২১.৫০/২২.০০ হাওড়া আগমন: ০৪.৪০ |
১৬ | ১৩০৩১ হাওড়া=জয়নগর এক্সপ্রেস | হাওড়া ছাড়বে: ১১.০৫ কিউল আগমন: ০৩.১০/০৩.২৫ | হাওড়া ছাড়বে: ১১.২৫ কিউল আগমন: ০৩.১০/০৩.১৮ |
১৭ | ১৫৬৫৭ ব্রহ্মপুত্র এক্সপ্রেস | কিউল ছাড়বে: ১৭.১০/১৭.১৫ মালদা টাউন আগমন: ০০.০৫/০০.১৫ | কিউল ছাড়বে: ১৭.১০/১৭.১৫ মালদা টাউন আগমন: ২৩.৪৫/২৩.৫৫ |
১৮ | ২২৩১০ ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস | ভাগলপুর ছাড়বে: ১৫.২০ হাওড়া আগমন: ২১.২০ | ভাগলপুর ছাড়বে: ১৫.০৫ হাওড়া আগমন: ২১.০০ |
১৯ | ১৩০১৫ হাওড়া-জামালপুর এক্সপ্রেস। | হাওড়া ছাড়বে: ১০.৪০ জামালপুর আগমন: ২১.০০ | হাওড়া ছাড়বে: ১১. ০৫ জামালপুর আগমন: ২১.৩৫ |
২০ | ১২৩৪৯ গোড্ডা-নয়া দিল্লি হামসফার এক্সপ্রেস | গোড্ডা ছাড়বে: ১৪.০০ কিউল আগমন: ২০.১০/২.১৫ | গোড্ডা ছাড়বে: ১৪.১০ কিউল আগমন: ২০.১০/২০.১৫ |
২১ | ১৫৬২৫ দেওঘর-আগরতলা এক্সপ্রেস | দেওঘর ছাড়বে:২০.০৫ MGR আগমন: ০০.১০/০০.১৫ | দেওঘর ছাড়বে: ২০.০০ MGR আগমন: ০০.০৫/০০.১০ |
২২ | ১৫৯২৫ দেওঘর-ডিব্রুগড় মেয়াদ | দেওঘর ছাড়বে:২০.০৫ MGR আগমন: ০০.১০/০০.১৫ | দেওঘর ছাড়বে: ২০.০০ MGR আগমন: ০০.০৫/০০.১০ |
২৩ | ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। | মালদা টাউন ছাড়বে: ০৬.১৫ হাওড়া আগমন: ১২.৫০ | মালদা টাউন ছাড়বে: ০৬.০৫ হাওড়া আগমন: ১২.৪০ |
২৪ | ২২৫০৪ ডিব্রুগড়–কামাখ্যা বিবেক এক্সপ্রেস | মালদা টাউন ছাড়বে: ১৯.৪৫/১৯.৫৫ BTNG পাস: ০২.২৫ | মালদা টাউন ছাড়বে: ২০.২৫/২০.৩৫ BTNG পাস: ০২.২৫ |
২৫ | ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেস | মালদা টাউন ছাড়বে: ২০.২০/২০.৩০ শিয়ালদহ আগমন: ০৩.৪৫ | মালদা টাউন ছাড়বে: ১৯.৪৫/১৯.৫৫ শিয়ালদহ আগমন: ০৩.৩৫ |
২৬ | ১৩১৫৪ মালদা শহর-শিয়ালদহ এক্সপ্রেস | মালদা টাউন ছাড়বে: ২১.৩০ শিয়ালদহ আগমন: ০৪.৪০ | মালদা টাউন ছাড়বে: ২১.৪৫ শিয়ালদহ আগমন: ০৪.৪০ |
২৭ | ১৩২৩৬ দানাপুর-সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস | কিউল ছাড়বে: ০৯.০২/০৯.০৭ সাহেবগঞ্জ আগমন: ১৩.১৫ | কিউল ছাড়বে: ০৯.২০/০৯.২৫ সাহেবগঞ্জ আগমন: ১৩.৪৫ |
২৮ | ২২৪৯৯ দেওঘর-বারাণসী ভিবি এক্সপ্রেস | দেওঘর ছাড়বে: ১৫.১৫ ঝাঝা পাস: ১৬..০২ | দেওঘর ছাড়বে: ১৫.১০ ঝাঝা পাস: ১৬.০২ |
২৯ | ২২৩০৩ হাওড়া-গয়া ভিবি এক্সপ্রেস | হাওড়া ছাড়বে: ০৬.৫০ PKA পাস: ০৯.৩৪ | হাওড়া ছাড়বে: ০৬.৪৫ PKA পাস: ০৯.৩৪ |
৩০ | ২২৩০৩ গায়া-হাওড়া ভিবি এক্সপ্রেস | PKA পাস: ১৮.১৮ হাওড়া আগমন: ২১.০৫ | PKA পাস: ১৮.১৮ হাওড়া আগমন: ২১.১০ |
৩১ | ২২৩০৯ হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস | হাওড়া ছাড়বে: ০৭.৪৫ ভাগলপুর আগমন: ১৪.০৫ | হাওড়া ছাড়বে: ০৭.৪৫ ভাগলপুর আগমন: ১৩.৫০ |
৩২ | ১৩২০৮ পাটনা-জাসিদিহ মেমু এক্সপ্রেস | ঝাঝা ছাড়বে: ১৫.০৩/১৫.০৫ জাসিদিহ আগমন: ১৬.১০ | ঝাঝা ছাড়বে: ১৫.৫০/১৫.৫২ জাসিদিহ আগমন: ১৬.৫২ |
৩৩ | ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস | হাওড়া ছাড়বে: ১১.৫৫ রামপুরহাট আগমন: ১৫.৩০ | হাওড়া ছাড়বে: ১২.১৫ রামপুরহাট আগমন: ১৫.৫০ |
৩৪ | ১২২৬০ বিকানের-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস | PKA পাস: ০৯.৪৫ শিয়ালদহ আগমন: ১৩.১৫ | PKA পাস: ০৯.৫০ শিয়ালদহ আগমন: ১৩.২৫ |
৩৫ | ১৩২২৯ গোড্ডা-রাজেন্দ্র নগর এক্সপ্রেস | গোড্ডা ছাড়বে: ০৭.৩৫ | গোড্ডা ছাড়বে: ০৭.২০ |
৩৬ | ১৩৪০৯ মালদা টাউন – কিউল ইন্টারসিটি এক্সপ্রেস | মালদা টাউন ছাড়বে: ০৬.০০ | মালদা টাউন ছাড়বে: ০৫.৫৫ |
৩৭ | ১২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস | হাওড়া ছাড়বে: ১০.০৫ | হাওড়া ছাড়বে: ১০.০০ |
৩৮ | ১৩৪০১ ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস | ভাগলপুর ছাড়বে: ০৫.৩০ | ভাগলপুর ছাড়বে: ০৫.২৫ |
৩৯ | ১২৩৬৭ ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনাস এক্সপ্রেস | ভাগলপুর ছাড়বে: ১২.০০ | ভাগলপুর ছাড়বে: ১১.৫৫ |
৪০ | ১৩৪১৯ ভাগলপুর-মুজাফফরপুর এক্সপ্রেস | ভাগলপুর ছাড়বে: ১৪.১০ | ভাগলপুর আগমন: ১৪.০৫ |
৪১ | ১৩১৫৩ শিয়ালদহ-মালদা টাউন গৌর এক্সপ্রেস | শিয়ালদহ ছাড়বে: ২২.১৫ মালদা টাউন আগমন: ০৬.১৫ | শিয়ালদহ ছাড়বে: ২২.০৫ মালদা টাউন আগমন: ০৬.১৫ |
৪২ | ১২৩৪৩ শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল | শিয়ালদহ ছাড়বে: ২২.০৫ মালদা টাউন আগমন: ০৪.১৫/০৪.২৫ | শিয়ালদহ ছাড়বে: ২২.০৫ মালদা টাউন আগমন: ০৪.১৫/০৪.২৫ |
এছাড়াও একাধিক ট্রেনের সময়সীমা বদলে দেওয়া হয়েছে ভারতীয় রেলের (Eastern Railway Timetable) তরফে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে ট্রেনের ইউনিক ট্রেন নাম্বারও বদলে যেতে চলেছে। এই মর্মে পূর্ব রেলের (Eastern Railway Timetable) তরফে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।