Indian Railways: আরও উন্নত হতে চলেছে ভারতের রেল পরিষেবা, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Indian Railways: সময়ের সাথে তাল মিলিয়ে ক্রমশ উন্নতি হচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) পরিসেবা। যাত্রীদের সুবিধায় একাধিক হাই-স্পিড ট্রেন নিয়ে এসেছে ভারতীয় রেল। যার মধ্যে বন্দে ভারত ট্রেনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতদিন দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে আরও নতুন ১০টি বন্দে ভারত স্লিপার ট্রেনের যে অপেক্ষা ছিল তা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এর প্রথম প্রোটোটাইপ এবং খুব শীঘ্রই তার পরীক্ষা শুরু করা হবে। ইতিমধ্যেই ২০০টি স্লিপার বন্দে ভারত ট্রেনের প্রযুক্তি তৈরির জন্য অংশীদারদের দায়িত্ব দেওয়া হয়েছে। সব পরীক্ষা সফল হলে তবেই ট্রেনগুলিকে চালানোর সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানা যাচ্ছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভার একটি মিটিংয়ে জানিয়েছিল যে ২০২৪ সালের ২রা ডিসেম্বরের মধ্যেই স্বল্প ও মাঝারি দূরত্বের ভ্রমণের জন্য সারা দেশে ১৩৬টি ব্রডগেজ ইলেকট্রিফিকেশন নেটওয়ার্কের বন্দে ভারত ট্রেন চালু হবে। যা মূলত চেয়ার কারের হতে হবে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বন্দে ভারত ট্রেনে ১০০ শতাংশের বেশি যাত্রী ছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারতীয় রেলে (Indian Railways) এই বন্দে ভারত ট্রেনটি গুরুত্বপুর্ণ।

রেলমন্ত্রী জানান ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে তৈরি LHB কোচগুলির সংখ্যা ৩৬৯৩৩টি। যা এর আগের দশ বছরের তুলনায় প্রায় ১৬ গুণ বেশি কোচ তৈরি হয়েছে। ভারতীয় রেল (Indian Railways) বর্তমান রেলের কোচগুলি আরও উন্নত ভাবে তৈরি করছে। যার মধ্যে প্রযুক্তিগত উন্নতি থেকে শুরু করে থাকবে অ্যান্টি ক্লাইম্বিং ব্যবস্থাও। এবার ভারতীয় রেল (Indian Railways) প্রতিবন্ধী যাত্রীদের জন্য মসৃণ ভ্রমণ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ পদক্ষেপ গ্রহণ করছে।

আরো পড়ুন: খরচ বাঁচাতে সৌর বিদ্যুৎ, ভারতীয় রেলের নতুন উদ্যোগ

বলে রাখি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সমাজ মাধ্যমে জানিয়েছেন এই বিশেষ কোচগুলিকে লোড সিমুলেশনের ট্রায়ালের জন্য ICF চেন্নাইতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ট্রায়াল সম্পন্ন করে ট্রেনগুলো দ্রুত তাদের বাণিজ্যিক যাত্রা শুরু করবে। সূত্রের খবর খুব শীঘ্রই ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে স্লিপার বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু হবে। তবে প্রথম কোন রুটে এই বিশেষ বন্দে ভারত ট্রেন চলবে এই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে যে দেশের বিভিন্ন রুট থেকে এই বিষয়ে প্রস্তাব আসছে। দিল্লি, বেঙ্গালুরু বা মুম্বাইয়ের মতো শহরগুলিতে প্রথম যাত্রা করতে পারে স্লিপার বন্দে ভারত ট্রেন। শীঘ্রই ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও জানা যাচ্ছে স্লিপার বন্দে ভারত ট্রেনের ভাড়া রাজধানী এক্সপ্রেসের ভাড়ার সমান হতে চলেছে। জানা যাচ্ছে এই নতুন স্লিপার বন্দে ভারত ট্রেন ছুটবে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। থাকবে মোট ১৬টি কোচ যার মধ্যে ১১টি থার্ড এসি, ৪টি সেকেন্ড এসি এবং মাত্র একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *