Indian Railways: যাত্রী সুরক্ষায় বড় সিদ্ধান্ত রেলের, বসছে এআই ক্যামেরা

Indian Railways: দূরে বা কাছে যাতায়াতের জন্য সাধারণ মধ্যবিত্ত মানুষেরা এখনো অব্দি ট্রেনকেই (Indian Railway News) বেছে নেন। কিন্তু সম্প্রতিক কালের কিছু ট্রেন দুর্ঘটনা মানুষের মনে ভীতি সৃষ্টি করেছে। এমতাবস্থায়, যাত্রী সুরক্ষা প্রদানের জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। দুর্ঘটনা এড়াতে এবার রেল ইঞ্জিনের সাথে যুক্ত হতে চলেছে এ আই ক্যামেরা।

ট্রেন চালানোর সময় যদি রেল ট্র্যাকে কোন বাধা বা সন্দেহজনক বস্তু এসে পরে তা সব সময় নজর করা সম্ভব হয় না লোকো পাইলটের পক্ষে। যার ফলে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। এই বিপত্তি এড়াতেই রেল কর্তৃপক্ষ (Indian Railways) এরূপ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

রেলের (Indian Railways) তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে প্রতিটি ইঞ্জিনে চারটি করে এআই ক্যামেরা বসানো হবে। এক্ষেত্রে লেজার প্রযুক্তিকে ব্যবহার করা হবে। যদি রেল লাইনের উপর কোন সন্দেহজনক বস্তু থাকে, লেজারের আলো তখন ক্যামেরায় প্রতিফলিত হবে এবং বার্তার মাধ্যমে সতর্ক করবে লোকো পাইলটকে। যাতে তিনি ট্রেনের গতি কমিয়ে দুর্ঘটনা এড়াতে পারেন।

আরও পড়ুন: ট্রেনের টিকিট কাটবেন? আইআরসিটিসি এর সুবিধা গুলো কি আপনি জানেন

প্রতিটি চাকার সামনে দুটি এবং পিছনে দুটি ক্যামেরা থাকবে। যাতে সামনে এবং পিছনে সব দিকেই সমান ভাবে নজর দেওয়া যায়। চলন্ত ট্রেন (Indian Railways) থেকে রেলপথের উপর নজর রাখা সম্ভব হবে এআই ক্যামেরার মাধ্যমে। রেল ট্র্যাকের উপর কোন ধরনের বস্তু আছে, ক্যামেরা সেটি শনাক্ত করবে এবং সেই অনুযায়ী নির্দেশ পাঠাবে।

গত কয়েক মাসে সারা দেশ জুড়ে ট্রেন (Indian Railways) লাইনচ্যুত হওয়ার খবর ক্রমাগত সামনে আসছে। কখনো সিলিন্ডার, কখনো পিলার, কখনো রডকে ষড়যন্ত্রের মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে। এরূপ অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *