Indian Railways: স্বল্প দূরত্বের ভ্রমনেও থাকছে এই বিশেষ ব্যবস্থা, বেজায় খুশি যাত্রীরা

Indian Railways: বিশাল এলাকা জুড়ে পরিষেবা দেওয়ার নজির হিসেবে বিশ্বের মধ্যে ভারতীয় রেলের বেশ নাম রয়েছে। বিশ্বের সপ্তম বৃহত্তম দেশের উপর দিয়ে মাকড়সার জালের মতো বিছিয়ে রয়েছে রেল পরিষেবা। বিপুল সংখ্যক যাত্রীদের সস্তায় এবং দ্রুত পরিষেবা দেওয়ার জন্য বহুবার চর্চায় এসেছে ভারতীয় রেল। বারবার যাত্রীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিয়েছে রেল।

এবারও এক অভিনব পদক্ষেপের কথা জানানো হলো রেলের তরফে। এবার ঘুম কাতুরে যাত্রীদের কথা ভেবে তাদের যাত্রা আরও আরামদায়ক করে তুলতে স্বল্প দূরত্বের ভ্রমণে যাত্রীদের জন্য আনতে চলেছে এক নতুন পরিষেবা। এদিন ভারতীয় রেলের (Indian Railways) তরফে এই বিষয়েই বিজ্ঞপ্তি দিয়ে সুখবর জানানো হলো যাত্রীদের। এবার বেশ কিছু অন্তর্শহর ট্রেনে মিলতে চলেছে স্লিপার ক্লাসের পরিষেবা।

ভারতীয় রেল (Indian Railways) সুত্রে খবর খুব শীঘ্রই প্রথম ভাগে পাঁচটি স্বল্প দূরত্বের ট্রেনে মিলতে চলেছে এই বিশেষ পরিষেবা। এরপর যাত্রীদের পছন্দ হলে অন্যান্য অন্তর্শহর ট্রেনগুলিতেও চালু করা হবে এই বিশেষ সুবিধা। জানা যাচ্ছে প্রথম ভাগে এই পরিষেবা দেওয়া ট্রেনগুলি হল হাওড়া-কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার এবং হাওড়া-দেওঘর ময়ূরাক্ষী এক্সপ্রেস।

আরো পড়ুন: ট্রেনের গায়ে লেখা থাকে পাঁচ অংকের সংখ্যা, এর কারণ জানেন কি

রেলের সুত্রে (Indian Railways) জানানো হয়েছে মাঝারি দূরত্বে পাঁচটি অন্তর্শহর এক্সপ্রেস ট্রেনে একটি করে অতিরিক্ত সংরক্ষিত কোচ জোড়ার কথা বলা হয়েছে। মূলত রিজার্ভেশন প্রক্রিয়ার মাধ্যমেই এই পরিষেবা নিতে পারবেন যাত্রীরা। এর মাধ্যমে স্বল্প দূরত্বের ট্রেন যাত্রাতেও যাত্রীরা চাইলে আগে থেকে সিট রিসার্ভ করে শুয়ে বা ঘুমিয়ে নিশ্চিন্ত যাত্রা করতে পারবেন। ফলে চেয়ার কাট সীটগুলোতে বসে ঘুম কাতুরে যাত্রীদের আর কষ্ট করতে হবেনা।

জানা যাচ্ছে আগামী ৩০শে নভেম্বর থেকেই এই পরীক্ষামূলক পরিষেবা দেওয়া শুরু করবে ভারতীয় রেল (Indian Railways)। এরপর যাত্রীদের প্রতিক্রিয়া পেলে তার উপর নির্ভর করে বাড়ানো বা বন্ধ করা হবে এই স্লিপার পরিষেবা। জানা যাচ্ছে উপরোক্ত ট্রেনগুলোতে একটি অতিরিক্ত দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার কোচ যোগ করা হবে মূলত ওই কোচেই যাত্রীরা রিসার্ভ করে স্লিপার পরিষেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *