Indian Railways: আপনিও কি ৪ মাস আগে টিকিট বুক করেছেন, কোন নিয়ম খাটবে আপনার জন্য

Indian Railways: ভারতীয় রেল ট্রেনে রিজার্ভেশনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে। দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করার সময়সীমা হল দুই মাস আগে। অগ্রিম সংরক্ষণের সময়সীমা ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। ৬০ দিনের আগে কোনোভাবেই অগ্রিম টিকিট বুক করা যাবে না। চলতি বছরের নভেম্বর মাসের ১লা তারিখ কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম।

এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো, বেশি পরিমাণে টিকিট বাতিল হওয়া এবং আসনের অপচয়। ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১২০ দিনের অগ্রিম রিজার্ভেশনের সময়কাল অত্যন্ত বেশি ছিল। ১২০ দিনের মধ্যে বুক করা টিকিট বাতিল হতো অনেক বেশি। এইসব সমস্যার সমাধান ঘটানোর জন্যই ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিয়েছে। অনেক সময় দেখা যায় যাত্রীরা তাদের টিকিট বাতিল করেনি, ফলে প্রতারণার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে এবং যারা সত্যি টিকিট চায় তারা টিকিটের অভাবে ঘুরে বেড়িয়েছে। রেলওয়ের মতে, চার মাস আগে ট্রেনের টিকিট বুক করার লোকসংখ্যা ছিল মাত্র ১৩ শতাংশ। যেখানে বেশিরভাগ টিকিট যাত্রার ৪৫ দিনের মধ্যে বুক করা হয়েছিল।

নয়া নিয়মে লাভ কার হচ্ছে আর ক্ষতি বা কার হচ্ছে?

দেশজুড়ে এখন চলছে উৎসবের মরশুম। ১২ দিন পর দীপাবলি এবং তারপরে ছট পূজা। দেশের এই দুটি বড় উৎসবে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষ তাদের বাড়িতে ফিরবে সেটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে ট্রেনের টিকিটের চাহিদাও বৃদ্ধি পাবে। ট্রেন ও বিমানের টিকিট সহজে পাওয়া যায় না এবং সাধারণ মানুষকে সমস্যায় পড়তে দেখা যায়। এই সুযোগে প্রতারণা এবং কালোবাজারি করার প্রবনতাও বৃদ্ধি পায়। রেলওয়ের (Indian Railways) লোকসানের সমাধান করার জন্য এই নতুন নিয়ম। এতে কালোবাজারি ও দুর্নীতিও অনেকাংশে রোধ হবে।

ভারতীয় রেলের (Indian Railways) নতুন নিয়ম অনুসারে কমানো হয়েছে রিজার্ভেশনের সময়সীমা। এরফলে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করতে পারবে ভারতীয় রেল। রিজার্ভেশন এর সময়সীমা কমিয়ে আসলে টিকিটের বাতিল হওয়ার পরিমাণ অনেক কমবে এবং যাত্রীদের ভিড় দেখে সঠিক পরিস্থিতি অনুমান করা যেতে পারে। যাত্রী এবং রেল উভয়েরই নানারকম সমস্যা সমাধান ঘটবে এই নয়া সিদ্ধান্তের ফলে। ট্রেনে অগ্রিম টিকিট বুকিংয়ের সময় বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। টিকিট বুক করার ক্ষেত্রে যেরকম নয়া সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে তেমনি টিকিট বাতিল করার ক্ষেত্রেও নতুন নিয়ম অবশ্যই কার্যকর হবে।

আরো পড়ুন: এখন থেকে নতুন নিয়মে হবে টিকিট বুকিং, পয়লা নভেম্বর থেকেই চালু হবে নতুন পদ্ধতি

নতুন নিয়ম অনুযায়ী টিকিট বাতিলের সময়সীমাও হবে ৬০ দিন। তার মানে আপনি যদি আপনার টিকিট বাতিল করতে চান তবে আপনাকে এই সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।যে ট্রেনগুলির অগ্রিম রিজার্ভের সময়কাল ইতিমধ্যেই কম সেগুলি তাদের ক্ষেত্রে নয়া নিয়ম কার্যকর হবে না। যেমন, গোমতী এক্সপ্রেস এবং তাজ এক্সপ্রেসের মতো ট্রেন। বর্তমানে, এই ট্রেনগুলিতে অগ্রিম সংরক্ষণের জন্য সংক্ষিপ্ত সময়সীমা ইতিমধ্যেই রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশী পর্যটকদের জন্য ৩৬৫ দিনের সীমার কোনরকম পরিবর্তন হচ্ছে না। তাদের ক্ষেত্রে পুরনো নিয়মই কার্যকর থাকবে।

নতুন নিয়ম সম্পর্কে এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন। দেশের একাধিক মানুষ পড়াশোনা কিংবা চাকরির জন্য অন্য শহরে থাকেন। এই বেশিরভাগ লোকের জন্য, ট্রেনে ভ্রমণ করা আর্থিকভাবে একটি দুর্দান্ত সুবিধা। উৎসবের সময় ট্রেনের টিকিটের চাহিদা এতটাই বৃদ্ধি পায় যে, অগ্রিম বুকিং নিয়ে লোকেরা খুব সতর্ক থাকে। নভেম্বর মাসের ১লা তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই নতুন নিয়ম। যারা ৩১ শে অক্টোবরের আগে টিকেট বুক করেছেন তাদের জন্য নয়া নিয়ম কোনভাবেই কার্যকর হবে না। আগের নিয়ম অনুযায়ী, যেসব যাত্রীরা ৩-৪ মাস আগে টিকিট বুক করে তাদেরও অন্যান্য যাত্রীদের ভ্রমণের তারিখের এক মাস আগেও দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর যাত্রীদের কাছে যাত্রার কয়েকদিন আগেও টিকিট পাওয়া যাবে এবং টিকিট বাতিল ও ফেরত সংক্রান্ত সমস্যারও উন্নতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *