Site icon লোকাল সংবাদ

Station Master: মুছে যেতে চলেছে ১৭২ বছরের ইতিহাস, কি বদল আসতে চলেছে ভারতীয় রেলে

Station Master

Representative

Station Master: বর্তমান কেন্দ্রীয় সরকার ভারতীয় রেল ব্যবস্থার আধুনিকীকরণের জন্য তৎপর হয়েছেন। অমৃত ভারত প্রকল্পে এখনো অবধি পাঁচশোর বেশি রেল স্টেশন কে আধুনিক ধাঁচে গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পের আওতায়, উন্নত প্রবেশদ্বার থেকে শুরু করে এসকেলেটর ইনস্টলেশন, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, লাউঞ্জ, বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার ইত্যাদি পরিষেবা গুলি পেয়ে থাকেন যাত্রীরা।

স্টেশন গুলির আধুনিকীকরণের পাশাপাশি স্টেশনের (Station Master) দায়িত্বে থাকা কর্মীদের পদগুলির নাম পরিবর্তন করা হতে চলেছে বলে জানা গিয়েছে। বদলে যেতে পারে স্টেশন মাস্টার ও স্টেশন সুপারিন্টেন্ডেন্ট পদ দুটি। রেল পর্ষদের জয়েন্ট ডিরেক্টর এক চিঠিতে জানিয়েছেন, অল ইন্ডিয়া স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশন এই পদগুলির নাম বদলের প্রস্তাব রেখেছে। সূত্রের খবর অনুযায়ী, এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে ৩৮ হাজার স্টেশন মাস্টার, ডেপুটি স্টেশন মাস্টার পদে থাকা কর্মকর্তারা সুবিধা পাবেন।

পদের নাম পরিবর্তনে কি কি সুবিধা পাবেন কর্মীরা? অল ইন্ডিয়া স্টেশন মাস্টার (Station Master) অ্যাসোসিয়েশন এর মত অনুযায়ী, এই নাম পরিবর্তনে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। বর্তমানে এইট লেভেল পর্যায়ে থাকা স্টেশন মাস্টার গেজেটেড পোস্ট স্টেশন ম্যানেজারে পরিণত হতে পারেন। হাওড়া, শিয়ালদা আসানসোলের মতো স্টেশন গুলিতে বর্তমানে  অ্যাসিস্ট্যান্ট অপারেটিং ম্যানেজার পদে বহাল থাকা কর্মীরা স্টেশন সুপারিন্টেন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। এই প্রস্তাব অনুযায়ী, স্টেশন মাস্টার পদ থেকে সরাসরি স্টেশন সুপারিন্টেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। পদটির নাম হবে স্টেশন ডিরেক্টর।

আরও পড়ুন: সস্তায় পূর্ণ বিলাসিতা, বন্দে ভারত ট্রেনকে টেক্কা দিতে আসছে নতুন ট্রেন

সিদ্ধান্ত কার্যকরী হলে গোটা দেশের ৩৮ হাজার স্টেশন মাস্টার (Station Master) উপকৃত হবেন। এর পাশাপাশি আসানসোল ডিভিশনের ৩৫০০ জন কর্মীরাও লাভবান হবে। প্রস্তাব গ্রহণ করা হলে ১৭২ বছরের রেল ইতিহাস থেকে স্টেশন মাস্টার পদটি মুছে যাবে। বাংলা সাহিত্যের বহু গল্প, উপন্যাস, চলচ্চিত্রে স্টেশন মাস্টার শব্দটি ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে শব্দটি উঠে গেলে, তার স্থান হবে ইতিহাসের পাতায়।

ভারতীয় রেলের বিভিন্ন জোনের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজারদের কাছে নাম পরিবর্তনের প্রস্তাবটি পাঠিয়ে মতামত জানতে চেয়েছেন রেল বোর্ড। ফলাফল ইতিবাচক হবে বলে আশা রাখা হচ্ছে।

Exit mobile version