Tesla Job Vacancy: ৩০০ আবেদনের পর মিলল বড় সুযোগ, টেসলা জয় ভারতীয় ছাত্রের

Tesla Job Vacancy: স্বপ্নের চাকরির ক্ষেত্রে সবার মধ্যেই থাকে অদম্য ইচ্ছে শক্তি। আর এই ইচ্ছে শক্তি আরও বাড়িয়ে দিয়ে নজির গড়লো ভারতীয় ছাত্র ধ্রুব লয়া। মস্কের টেসলায় চাকরি করার স্বপ্ন ছিল বহু দিনের। পথে এসেছিল একাধিক বাধাও। নিজের অদম্য ইচ্ছে শক্তি দিয়ে সেই বাধা পার করেছেন এই ছাত্র। ৩০০টির বেশি আবেদন এবং ৫০০টির বেশি ইমেলের মাধ্যমে করেন আবেদন। অবশেষে টেসলা জয় ছাত্রের।

টেসলাতে চাকরি (Tesla Job Vacancy) পাওয়ার আগে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলেন ধ্রুব। ভারতীয় কর্মমুখী প্লাটফর্ম লিংকডইনে নিজের এই অভিনব যাত্রা পথের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। ভারতের এই ইঞ্জিনিয়ার ছাত্র জানিয়েছেন ৩০০ বারের বেশি আবেদন করে এবং ৫০০টির বেশী ইমেল করার সাথে আর্থিক চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়েও যেতে হয়েছে তাঁকে। শুধু তাই নয় ভিসা জনিত সমস্যাতেও পড়তে হয়েছিল তাঁকে।

চাকরি খুঁজতে সমস্যা হলেও সফলতা এসেছে ধ্রুবর কাছে। বিদেশের মাটিতে থাকার জন্য নিজের খরচও কমিয়ে আনেন তিনি। বন্ধুদের সাথে ভাগ করে থাকতেন এবং কখনও কখনও এয়ার ম্যাট্রেসেই রাত কাটাতেন তিনি। একাধিক সমস্যাতেও নিজের লক্ষ্যে অবিচল থেকেছে লোয়া। আর শেষমেশ এভাবেই সাফল্য এসে কড়া নেড়েছে তাঁর দরজায়।

আরও পড়ুন: বিরাট নিয়োগ কোল ইন্ডিয়ায় এখনই জেনে নিন এর আবেদন পদ্ধতি সম্পর্কে

নিজে পোস্ট করে লিখেছেন ভালো ইন্টার্নশিপ ব্যাকগ্রাউন্ড এবং পড়াশুনো থাকা সত্ত্বেও পাঁচ মাস বেকার থাকতে হয় তাঁকে। এর মধ্যে আর্থিক সমস্যা তো ছিলই প্রশ্নের মুখে এসে পড়েছিল তার বাসস্থান এবং স্বাস্থ্য বীমাও। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে আমেরিকা ছাড়ার মতো পরিস্থিতিও আসে। তবে শেষমেশ যে তিনি টেসলায় (Tesla Job Vacancy) ডাক পাবেন এই বিষয়ে আনন্দিত তিনি।

তবে দারুন পরিকল্পনার সাথে কাজের বাজারে নামেন ধ্রুব। এর জন্য চাকরির অ্যাপগুলিতে একাউন্ট খোলেন তিনি। এরপর আকর্ষণীয় বায়োডাটা এবং কভার লেটার বানিয়ে আপলোড করেন প্রোফাইলে। এভাবেই অবশেষে টেসলার (Tesla Job Vacancy) নজরে আসেন তিনি। শেষমেষ টেকনিকাল সাপোর্ট স্পেশালিস্ট হিসেবেই ইলন মাস্কের কোম্পানিতে ডাক পান ভারতীয় এই ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *