Indian Toy Industry: গোটা বিশ্বে রম রোমিয়ে বাড়ছে ভারত, মাত্র ৮ বছরেই ছড়িয়ে গেলো চিনকে

Indian Toy Industry: ক্রমশ ছুটছে ভারতীয় সমাজ এবং অর্থনীতি। বর্তমানে ঘোরার গতিতে ছুটছে ভারতের অর্থনীতি। যার ফলে চাপের মুখে পড়ছে একাধিক তাবড় তাবড় উন্নত দেশগুলো। একই সাথে রপ্তানিতেও বাঁধভাঙা উন্নয়ন চোখে দেখা গেছে। একাধিক শক্তিশালী বিদেশী শক্তিকে পিছনে ফেলে বিশ্বের মাঝে নিজের নাম আরও উন্নত করেছে।

এবার শিল্পজগতে বিল্পব আনলো ভারতে তৈরি খেলনা (Indian Toy Industry)। সেই সাথে রপ্তানির দিকেও বেড়েছে ব্যবসা। সম্প্রতি প্রকাশিত একটি তথ্য অনুযায়ী ২০১৪-১৫ অর্থ বর্ষ থেকে শুরু করে ২০২২/২৩ পর্যন্ত অর্থ বর্ষে ভারতে তৈরি খেলনার রফতানির পরিমাণ বেড়েছে ২৩৯ শতাংশ। একই সাথে আমদানির পরিমাণ কমেছে ৫২ শতাংশ। এক সময় খেলনা তৈরির ক্ষেত্রে গোটা বিশ্বে রমরমা ছিল। এবার এই প্রতিযোগিতায় কড়া প্রতিদণ্ডী হতে চলেছে ভারত।

সম্রতি ডিপার্টমেন্ট ফর প্রমশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেড সংস্থার তরফে একটি সমীক্ষার আয়োজন করে সংস্থাটি। এই সমীক্ষা চালায় IIM লখনৌ। এই সমীক্ষায় দেখা যায় গোটা বিশ্বে কিভাবে ভারতীয় খেলনার দাপট বাড়ছে (Indian Toy Industry) সঙ্গে, এই রীতিমতো নজর কাড়ছে সকলের। যেখানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সুলভ এবং ভাল মানের খেলনা রপ্তানি করছে ভারত। আর সেই জন্য ওই সব দেশে ভারতীয় খেলনার বেশি গভাব দেখা গেছে।

আরো পড়ুন: এক ধাক্কায় ২০ টাকা কমতে চলেছে পেট্রোলের দাম, কবে থেকে জারি নতুন দাম

এছাড়াও সম্প্রতি প্রকাশিত এই রিপোর্টে পরিষ্কার ভাবে ভারতের খেলনা শিল্প নিয়ে অনেক তথ্য প্রকাশ পেয়েছে। যার মধ্যে ভারত সরকারের শিল্প উন্নতিতে (Indian Toy Industry) গুরুত্বপুর্ণ সব অবদান, কিভাবে খেলনা তৈরিতে এগিয়ে রয়েছে ভারত। চীনের মতো বড় দেখলেও মজা করবি।

জানা যাচ্ছে এর আগে যে সংখ্যক কর্মী এই সংস্থায় কাজ করেন তারাও যাবেন বড় ব্রাঞ্চে। তবে ২০১৪ সাল থেকে ২০২০ সালের মধ্যেকার সালের মাঝের ৬ বছর ধরে ভারতীয় শিল্পের বিকাশ হয়েছে চোখে পড়ার মতো। এছাড়া কাঁচামাল আমদানি করার পরিমাণও যে বেশ খানিকটা কমে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *