QS Ranking: কিউএস র‍্যাঙ্কিংয়ে দুর্দান্ত ফলাফল ভারতের বিশ্ববিদ্যালয়গুলির, বাংলার কতগুলি?

QS Ranking: কিউএস সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের বার্ষিক প্রকাশনা করে থাকে। মূলত তিনটি বিভাগে এই কিউএস র‍্যাঙ্কিং প্রতিবছর প্রকাশিত হয়। যেখানে অ্যাকাডেমিক খ্যাতি, নিয়োগকর্তার জনপ্রিয়তা, গবেষণার গভীরতা এইসব বিষয়ের উপর বিবেচনা করে সারা বিশ্বের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে। সেইমতো সম্প্রতি ২০২৫এর কিউএস র‍্যাঙ্কি প্রকাশিত হয়েছে। যেখানে চমকদার ফলাফল দেখা গেছে দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের। তালিকার শীর্ষে দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে? বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্থানই বা প্রথম ৫০এর কোথায়?

গত বুধবার প্রকাশিত হয়েছে কিউএস র‍্যাঙ্কিং (QS Ranking)। মূলত বিষয়ভিত্তিক কিউএস র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ভারতের সেরা ৫০এর মধ্যে জায়গা করে নিয়েছে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকার সব থেকে উপরে রয়েছে ধানবাদের স্কুল অফ মাইনস। অন্যদিকে ফলাফলে গত বছরের তুলনায় অবনতি দেখা গিয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের।

প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ৫৫টি বিষয়ের উপর বিবেচনা করে এই কিউএস র‍্যাঙ্কিংয়ের (QS Ranking) তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে সারা বিশ্বের মধ্যে তালিকার বেশিরভাগ জায়গা দখল করেছে আমেরিকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রায় ৫৫টি বিষয়ের মধ্যে ৩২টি বিষয়ে তালিকার ৩২৪৫টি জায়গা দখল করেছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি। অন্যদিকে গত বছরের তুলনায় উন্নতি হয়েছে দেশের। গত বছরে QS র‍্যাঙ্কিয়ে ভারতের নাম ছিল ৫২৩বার। যেখানে চলতি বছরে ভারতের নাম এসেছে ৫৩৩বার। চলুন দেখে নেওয়া যাক বিষয় অনুসারে দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন: আইএএস শ্বেতা ভারতী, কোচিং ছাড়াই পেরোলেন ইউপিএসসির গন্ডী

গোটা বিশ্বের নিরিখে মিনারেল ইঞ্জিনিয়ারিং এবং মাইনিং বিষয়ের তালিকায় ২০তম স্থান অধিকার করেছে ভারতের ধানবাদের স্কুল অফ মাইনস। একই বিষয়ের উপর ২৮ নম্বর রয়েছে আইআইটি বম্বে এবং ৪৫ নম্বরের রয়েছে আইটি খড়গপুর। বিজনেস এবং ম্যানেজমেন্ট বিষয়ে তালিকার ২৭ নম্বর রয়েছে আইআইএম আহমেদাবাদ এবং ৪০ নম্বরের রয়েছে আইআইএম ব্যাঙ্গালুরু। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিষয়ের ২৬ এবং ২৮ নম্বরের রয়েছে আইআইটি দিল্লি এবং আইআইটি বোম্বে।

এছাড়াও সেরা ৫০এর তালিকায় জায়গা করে নিয়েছে আইআইটি মাদ্রাজ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিষয়ের ক্রমতালিকায়। ডেভেলপমেন্ট স্টাডিজের বিষয়ে প্রথম পঞ্চাশে স্থান অধিকার করেছে জেএনইউ। তবে গত বছরের তুলনায় এই প্রতিষ্ঠানের একটু অবনতি হয়েছে। আর্টস এবং হিউম্যানিটিজ বিষয়ে তালিকায় ১৬০ নম্বর স্থান দখল করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। যা এই বিষয়ের নিরিখে দেশের সর্বোচ্চ। অন্যদিকে, এই র‍্যাঙ্কিংয়ে বাংলার দুই বিশ্ববিদ্যালয়ও জায়গা করে নিয়েছে। কিউএস র‍্যাঙ্কিংয়ে (QS Ranking) ৪০১ থেকে ৫০০ ক্রমতালিকায় নাম রয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *