LIC Scheme: কম খরচে বেশি টাকা উপার্জন করতে চান, এলআইসির এই স্কিমে বিনিয়োগ করুন

LIC Scheme: কম খরচে বেশি টাকা উপার্জন করতে চান, এলআইসির এই স্কিমে বিনিয়োগ করুন। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে মহিলাদের জন্য দারুন একটি স্কিম নিয়ে আসা হয়েছে। সাধারণত বিনিয়োগের ক্ষেত্রে মহিলারা একটু পিছিয়েই থাকেন। সেই কথা মাথায় রেখে এই নতুন বিমা প্রকল্প চালু করেছে সংস্থা। এই বীমা প্রকল্পটির মাধ্যমে একেবারে ন্যূনতম বিনিয়োগে ঘরে বসে মোটা অংকের আয়ের সুযোগ পাবেন মহিলারা।

এলআইসির পক্ষ থেকে চালু করা নতুন এই বিমা প্রকল্পটির (LIC Scheme) নাম আধার শিলা যোজনা। এটি মূলত একটি নন লিঙ্কড ব্যক্তিগত জীবন বিমা প্রকল্প। প্রকল্পের সময়সীমা শেষ হয়ে গেলে গ্রাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে সংস্থার পক্ষ থেকে। পলিসি হোল্ডার যদি পলিসি চলাকালীন মারা যান তাহলে তার পরিবারের উপযুক্ত সদস্যরা এই পলিসির সুযোগ সুবিধা পেতে পারেন। অর্থাৎ গ্রাহকের মৃত্যু হলে তার পরিবারের যে কোন একজন সদস্য নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা পাবেন সংস্থার পক্ষ থেকে।

এলআইসির নতুন স্কিম (LIC Scheme) আধার শিলা যোজনার একটি বিশেষত্ব রয়েছে। শুধুমাত্র আধার কার্ড রয়েছে এমন মহিলারাই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। ৮ বছরের শিশু থেকে ৫৫ বছর বয়সী যে কোন মহিলা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। যদি কোন ৫৫ বছর বয়সী মহিলা ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে চান তাহলে দিনে মাত্র ৫১ টাকা বিনিয়োগ করলেই সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৭৭ হাজার ৪১৪ টাকা। এর বিনিময়ে ১৫ বছর পর ফেরত পাবেন ৩ লাখ ৬০ হাজার টাকা।

আরো পড়ুন: কৃষক বন্ধু প্রকল্পে এবার পাওয়া যাবে ৬০০০ টাকা, কবে থেকে পাবেন

এলআইসির এই নতুন স্কিমটিতে (LIC Scheme) বিনিয়োগ করার পর মেয়াদ চলাকালীন বিনিয়োগকারী যদি মারা যান তাহলে পরিবারের মনোনীত ব্যক্তিকে বিমার সুযোগ-সুবিধা দেওয়া হয়। সে ক্ষেত্রে এক বছরের প্রিমিয়ামের সাত গুণ অথবা বীমার মোট প্রকল্পের ১১০ শতাংশ ফেরত দেওয়া হবে পরিবারের সদস্যকে। টাকা ফেরত নেবার ক্ষেত্রে পলিসি হোল্ডারকেও তিনটি সুযোগ দেওয়া হয়। গ্রাহক চাইলেই বার্ষিক অথবা মাসিক অথবা অর্থবার্ষিক পদ্ধতিতে প্রিমিয়ামের টাকা ফেরত নিতে পারেন।

প্রতিবেদনে উল্লেখিত স্কিম (LIC Scheme) সম্পর্কিত যাবতীয় তথ্য সাময়িকভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকল্পের বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে নিয়মের দিক থেকে কিছুটা পার্থক্য থাকতে পারে। সে বিষয়ে বিস্তারিত জানতে হলে এলআইসি’র সংস্থার সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। স্বল্প বিনিয়োগে ঘরে বসে নিশ্চিত আয়ের সুযোগ করে দিতে পারে এলআইসির এই প্রকল্পটি। তাহলে আর দেরি না করে ঘরে বসে উপার্জন করতে চাইলে শীঘ্রই এলআইসির এজেন্টদের সাথে যোগাযোগ করুন। এবং এই নতুন স্কিমে বিনিয়োগের মাধ্যমে পেয়ে যান আয়ের সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *