Share Market: স্বস্তির খবর, বাড়ছে শেয়ার বাজারের উন্নতির গ্রাফ। সম্প্রতি শেয়ার বাজারে (Stock Market) দেখা গেছিল বড় পতন। চিন্তায় ছিলেন প্রায় সকলেই বিভিন্ন কারনে শেয়ার বাজারের পতন লক্ষ্য করা যাচ্ছিল ক্রমাগত। মাত্র কয়েক দিনে ৪ শতাংশেরও বেশি নিচে নেমে গেছিল শেয়ার বাজার। কিন্তু সেই পরিস্থিতি সামাল দেওয়া হয় তো সম্ভব হয়েছে। শেয়ার বাজারের পতন নিয়ে চিন্তায় থাকলেও, বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছিল এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না। হলও তাই। ইতিমধ্যে পরিস্থিতি অনেকটাই আয়তের মধ্যে চলে এসেছে বলে জানা যাচ্ছে।
শেষ ৬ দিন শেয়ার বাজারে (Stock Market) একটানা পতনের কারনে বিএসই লগ্নিকারীরা প্রায় ২৫.১৬ লক্ষে কোটি টাকা হারিয়েছিলেন। সেই টাকা আবার ফেরত পাওয়া গেল ৬ দিনের মাথাতেই। এখনো পর্যন্ত সম্পূর্ণ টাকা ফেরত না এলেও ৭.৫১ শতাংশ টাকা ফেরত পাওয়া সম্ভব হয়েছে। তবে এখনো চিন্তার দিন পুরোপুরি কাটেনি। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক ঋণ নীতি নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে সেদিকেই লক্ষ্য প্রত্যেক বিনিয়োগকারীর।
সম্প্রতি সেনসেক্সের পরিমাণ বেড়েছে প্রায় ৫৮৪.৮১ পয়েন্ট পর্যন্ত। অর্থাৎ অঙ্ক টা দাঁড়িয়েছে ৮১৬৩৪.৮১ তে। নিফটিও বেড়েছে ২১৭.40 পয়েন্ট। শেষ ছয় দিনে সেনসেক্সের পতন হতে হতে তা নেমে দাঁড়িয়ে ছিল ৪৫২১.৮৫ পয়েন্টে। একটানা পতনের কারণে শেয়ার বাজারে (Stock Market) ভালো দামে বিক্রি হওয়া শেয়ার গুলির দাম কমে গেছে অনেকটাই। একাধিক শেয়ারের সাথে ঘটেছে এই একই সমস্যা।
তবে বিশেষজ্ঞরা বলছে এই সময়টাকে কাজে লাগানো উচিত বহু লগ্নিকারীর। দাম কমে যাওয়ার কারণে একাধিক শেয়ার কিনছেন তারা। শেয়ার বাজারে (Share Market) প্রভাব ফেলছে জম্মু-কাশ্মীরের ভোটের ফলাফলও। এই পরিস্থিতিতেও বিদেশি সংস্থাগুলি শেয়ার বিক্রি করছে ৫৭২৯.৬০ কোটি টাকায়। দেশীয় সংস্থাগুলি শেয়ার কিনেছে ৭০০০.৬৮ কোটি টাকার তাই কিছুটা সস্থীর নিঃশ্বাস ফেলছে দেশব্যাপী। তবে দেশবাসীর এই আনন্দের দিনটি কতক্ষণ স্থায়ী হবে তা এখনই বলা যাচ্ছে না।
শেষ কয়েকদিন ধরে শেয়ার বাজার (Stock Market) যে সমস্ত কারণগুলিতে নিচের দিকে নামছিল সেই কারণগুলি এখনও বজায় রয়েছে। তাই শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন স্থায়ী হবে তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে একটি বিষয় জোর দিয়ে বলা যায় ভবিষ্যতে ভারতীয় শেয়ার বাজার নির্ভর করবে সম্পূর্ণ রূপে পশ্চিম এশিয়ার দেশগুলির যুদ্ধের উপর। যদি পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় তাহলে শেয়ার বাজারেও বড় পতনের মুখোমুখি হবে শেয়ার বাজার।