Site icon লোকাল সংবাদ

Olympic Medal: অলিম্পিক পদক নিয়ে গুরুতর অভিযোগ মনু ভাকেরের, পদক ফিরিয়ে নিতে চলেছে IOC

Manu Bhaker with Olympic Medal

Representative

Olympic Medal: অলিম্পিক জগতের এক অন্যতম পরিচিত মুখ মনু ভাকের। তিনি ভারতের প্রথম মহিলা শ্যুটার যিনি অলিম্পিকে জোড়া পদক জিতেছিলেন। এছাড়াও মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে প্রথম ব্রোঞ্জ জিতেছিলেন।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ চলাকালীন অলিম্পিকের পদকের (Olympic Medal) মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। একাধিক ক্রীড়াবিদ পদকের মান নিয়ে বহু অভিযোগ জানিয়েছেন। পদকের খারাপ মানের ছবি অনেক খেলোয়াড়রা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন। পদক নিয়ে এবার অভিযোগ করলেন মনু ভাকের। তিনি জানিয়েছেন, প্যারিস অলিম্পিকে পদক জেতার কয়েকদিন বাদেই নাকি তার পদকগুলির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।

মনু ভাকেরের পাশাপাশি ভারতের আর এক চ্যাম্পিয়ন কুস্তিগীর, আমন সেরাওয়াতের পদকও বিবর্ণ হয়ে গেছে বলে জানা গিয়েছে। পদক নিয়ে একাধিক অভিযোগ আসার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে, বিবর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া পদকগুলি মেরামত করে পুনরায় দেওয়া হবে ক্রীড়াবিদদের।

আরও পড়ুন: এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে আধ্যাত্মিকতা, জীবনের খোঁজে আইআইটি বাবা

মোনাই দি প্যারিস নামে একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি অলিম্পিকের পদক (Olympic Medal) গুলি বানিয়ে ছিল। এই সংস্থাটি অলিম্পিক গেমসের জন্য ৫,০৮৪ টি সোনা, রুপো এবং ব্রোঞ্জ পদক তৈরি করেছিল। রিপোর্ট অনুযায়ী, এই সংস্থার সাথে যৌথভাবে পদক ফেরানোর কাজ শুরু করবে অলিম্পিক কমিটি। আগামী সপ্তাহ থেকেই নতুন পদকের জন্য আবেদন করতে পারবে অ্যাথলিটরা।

প্যারিসের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে পদকে ব্যবহৃত করা হয়েছিল আইফেল টাওয়ারের প্রতিকৃতি। এমনকি ধাতুতেও মেশানো হয়েছিল বিখ্যাত আইফেল টাওয়ারের অংশ। তা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেডেলের (Olympic Medal) মান নিয়ে প্রশ্ন ওঠায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এমন সিদ্ধান্ত নিল।

Exit mobile version