IPL 2025 Auction: শেষ হয়েছে নিলাম পর্ব! আইপিএল ২০২৫-এর যুদ্ধে কোন দল কেমন সেনা সাজিয়েছে সেই নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে রেটিং সহ বর্ণনা করা হয়েছে বিশদে। কার প্রিয় দল কতটা এগিয়ে রইলো চলুন জেনে নিই:
চেন্নাই সুপার কিংস (Chennai super kings):
খেলোয়াড় কেনার দৌড়ে ১০-এর মধ্যে এই ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ৯ রেটিং! দলটি নিলাম থেকে কিনেছে ২০জন ছোট বড়ো প্লেয়ার! যার মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের ক্রয় উল্লেখযোগ্য। এছাড়াও রচিন রবীন্দ্র, কোনয়ে এবং ঋতুরাজ গাইকোয়াডের মতো টপ অর্ডারস সহ ফিনিশার হিসেবে থাকছেন স্যাম কুরান! এছাড়াও নাথান এলিস এবং খলিল আহমেদের মতো পেসারদের ভূমিকা ২০২৫ এর আইপিএলে (IPL 2025 Auction) এই দলটিকে সবথেকে বেশি শক্তিশালী হিসেবে পরিচয় দিচ্ছে।
দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals):
দলটি অকশনের (IPL 2025 Auction) হিসেবে পেয়েছে ৮ রেটিং। দলে নতুন এসেছেন কে এল রাহুল। পন্থের পর তিনিই হতে পারেন দিল্লির দলের নতুন অধিনায়ক। এছাড়াও বোলিংয়ে মিচল স্টার্ক, নটরাজন, মুকেশ কুমারের উপস্থিতি দেখা যাবে। তবে মিডিল অর্ডারে কিছু দুর্বলতার জায়গা রয়ে গিয়েছে।
গুজরাট টাইটানস (Gujarat Titans):
অকশনের (IPL 2025 Auction) হিসেবে দলটি পেয়েছে ৮.৫ রেটিং। প্রথম দিনে জস বাটলার ও মহম্মদ সিরাজের মতো নামি খেলোয়াড় ছাড়াও দ্বিতীয় দিনে দলটি কিনেছে ওয়াশিংটন সুন্দর এবং জেরাল্ড কোয়েটজির মতো খেলোয়াড়দের। ফিনিশার হিসেবে দলে রয়েছে গ্লেন ফিলিপস।
কলকাতা নাইট রাইডার্স (Kolkata knight riders):
এই দলটির রেটিং রয়েছে ৮! ভেঙ্কটেশ আইআরকে ফেরাতে বেশ ব্যয় করতে হয়েছে এই দলকে। এছাড়াও উরমান মালিক, রোভম্যান পাওয়েল, ডি ককের মতো খেলোয়াড়দের। তবে ভরসাযোগ্য অধিনায়ক এবং উইকেট কিপার নিয়ে কিছু সমস্যা রয়েছে দলে।
লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants):
এই দল পেয়েছে ৮.৫ রেটিং! যার মধ্যে রয়েছে ২০২৫ আইপিএলের (IPL 2025 Auction) সবচেয়ে দামী ক্রিকেটার ঋষভ পান্থ। ২৭ কোটির বিনিময়ে কিনেছেন তাঁকে। এছাড়াও আকাশ দীপ, শাহবাজ আহমেদরা রয়েছে দলে। তবে পেস বোলিং নিয়ে কিছু সংশয় রয়েছে দলে।
মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians):
বিচারের নিরিখে এই দলের স্কোর ৮.৫! অকশন থেকে কিনতে পারা একমাত্র বড় নাম ট্রেন্ট বোল্ট। দলের ওপেনিংয়ে দেখা যাবে উইল জ্যাককে। রয়েছেন অর্জুন টেন্ডুলকারও। তবে দলে কোথাও একটা স্পিনারের অভাব রয়েছে।
আরো পড়ুন: ভারত কি আদেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, কি বলছে পয়েন্ট টেবিল
পাঞ্জাব কিংস (Punjab Kings):
এই দলটির স্কোর ৭.৫! নিলামে পার্সে সবচেয়ে বেশি টাকা থাকলেও শক্তপোক্ত দল গঠন হয়নি বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। তবে দ্বিতীয় বেশি দামের প্লেয়ার হিসেবে শ্রেয়স আইয়ারকে কিনেছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। তবে অভিজ্ঞ ওপেনার এবং দুর্বল মিডিল অর্ডারে ভোগান্তি হতে পারে দলে।
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals):
দলটির গঠনগত স্কোর রয়েছে ৮.৫। সম্প্রতি হওয়া অকশনে বড় প্লেয়ারদের পিছনে ছুটতে দেখা যায়নি দলটিকে। কিনেছেন জফ্রা আর্চার-কে! এছাড়াও কনিষ্ঠতম আইপিএল (IPL 2025 Auction) প্লেয়ার হিসেবে দলে রয়েছে ১৩ বছরের বৈভব সূর্যবংশী। তবে দলে ভারতীয় স্পিনার ও পেসারের অভাব রয়েছে।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru):
দলের স্কোর রয়েছে ৮.৫! প্রথম দিনে ফিল সল্ট, জস হ্যাজেলউডদের কিনেছে এই দল। পরের দিন কিনেছেন ভুবনেশ্বর কুমার ও টিম ডেভিডের মতো প্লেয়ারদের। তবে স্পিনারের অভাব রয়েছে দলে।
সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad):
গঠনের ক্ষেত্রে ২০২৫-এর আইপিএলে (IPL 2025 Auction) এই দলটির রেটিং রয়েছে ৯! ঈশান কিষাণ, মহম্মদ শামির মতো বড় বড় নাম রয়েছে দলে। তবে দেশীয় স্পিনারের অভাব রয়েছে দলে।