IPO Investment: দারুন মুনাফা পেল আইপিও লগ্নিকারীরা, ৬১% এর উপরে চলছে শেয়ারের পরিমাণ। এবছর অক্টোবরের একদম শুরু থেকে শুরু হয়ে গেছে উৎসবের মোরসুম। সারা মাস ধরে চলবে নানা রকম পুজো। মাসটা জুড়েই চলবে আনন্দ উৎসব। কিন্তু এর মাঝে বিনিয়োগকারীদের চিন্তায় ফেলে দিয়েছে সেনন্সেক্সের পতন। মাসের শুরুতেই নিচের দিকে নামতে শুরু করে ফলে বিনিয়োগকারীদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে যায়। পাশাপাশি একটি সুখবর এনে দিয়েছে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও (IPO Investment)। সেপ্টেম্বর মাসে সেখান থেকে পাওয়া লভ্যাংশের পরিমাণ এতটাই বেশি যে সেনসেক্সের নিম্নগামী হওয়া তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি।
সম্প্রতি শেয়ারবাজারের তরফ থেকে আইপিওর একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে গত মাসে মোট ৪৭ টি সংস্থা মিলে আইপিওর (IPO Investment) মাধ্যমে বাজার থেকে ১৬ হাজার ১৫২ কোটি টাকা তুলতে সক্ষম হয়েছে। এই ৪৭ টি সংস্থার মধ্যে ১৩ টি মেইনবোর্ড সংস্থা রয়েছে। তালিকার একদম উপরেই রয়েছে বাজাজ হাউসিং ফাইন্যান্সের নাম। গত মাসে আইপিওর মাধ্যমে এই সংস্থা একাই ৬৫৬০ কোটি টাকা তুলেছে বাজার থেকে।
বাজাজ হাউসিং ফাইন্যান্সের পর তালিকার দ্বিতীয় স্থানে নাম রয়েছে প্রিমিয়ার এনার্জিসের নাম। আইপিওর (IPO Investment) মাধ্যমে বাজার থেকে তোলা টাকার পরিমান এই সংস্থার ক্ষেত্রেও কিছু কম নয়। এই সংস্থাটি গত মাসে বাজার থেকে তুলেছে ২৮৩০.৪ কোটি টাকা। বাজাজ ফাইন্যান্স এবং প্রিমিয়ার এনার্জিসের আইপিওর মাধ্যমে তোলা টাকার পরিমাণ সব থেকে বেশি। বাকি সংস্থাগুলি এতটা কাছাকাছি আসতে না পারলেও তারাও বেশ ভালো মুনাফা লাভ করেছে। ছোট বা মাঝারি শ্রেণীর আইপিও নিয়ে এসেছে এমন সংস্থা রয়েছে প্রায় ৩৪ টি।
সমীক্ষা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে আইপিওর (IPO Investment) মাধ্যমে অত্যাধিক লাভ করা ৪৭ টি সংস্থার মধ্যে বেশিরভাগেরই শেয়ার কেনাবেচা চলছে ৬১ শতাংশ প্রাইজ ব্যান্ডিং এর চেয়েও বেশি পরিমাণে। এদের মধ্যে সবথেকে বেশি লাভের মুখ দেখাচ্ছে ট্রাভেলস এন্ড রেন্টাল নামক একটি সংস্থা। এই মুহূর্তে এই সংস্থার শেয়ারের দাম রয়েছে ২৮৩ শতাংশ। এর পরই রয়েছে প্রিমিয়ার এনার্জিস এবং নমো ইওয়েস্ট ম্যানেজমেন্ট সংস্থা দুটি। এই মুহূর্তে এই দুটি শেয়ারের দর চলছে ১৪৬ এবং ১২৭ শতাংশের বেশি। প্রতিনিয়ত এই সংস্থাগুলির শেয়ারের দর বৃদ্ধির গ্রাফ আরও বেশি ঊর্ধগামী হতেই দেখা যাচ্ছে।
বিনিয়োগকারীদের মধ্যেও দেখা যাচ্ছে বিশেষ তারতম্য। সেপ্টেম্বরের এই অতিরিক্ত আইপিও (IPO Investment) লাভের পিছনে খুচরো বিনিয়োগকারীদের অবদান বেশ চোখে পড়ার মতন। ছোট ও মাঝারি সংস্থাগুলির শেয়ার কিনতে ১০০ শতাংশ বিনিয়োগ করেছেন খুচরো বিনিয়োগকারীরা। গত মাসের ছাপ রয়েছে এই মাসেও। এই মুহূর্তে বেশ কয়েকটি সংস্থার শেয়ার কেনার প্রবণতা ২০০০ গুন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ফলে এই মাসেও লাভের পরিমাণ কিছুটা বাড়বে বই কমবে না। এমনটাই দাবি কর্তৃপক্ষের। যে হারে বিনিয়োগ হচ্ছে তাতে এই মাসের শেষেও নির্দষ্ট তারিখে ব্যাপক লাভের মুখ দেখতে চলেছে বিনিয়োগকারীরা।