iQOO13: দৈনন্দিন জীবনের এক অন্যতম অঙ্গ হলো স্মার্টফোন। যা প্রতি বাড়িতেই রয়েছে। বর্তমানে বেশিরভাগ মানুষই অবসর সময় কাটায় এই স্মার্টফোনের মাধ্যমে। যার সাথে কানেক্টেড থাকে ইন্টারনেট। তা নাহলে স্মার্টফোন প্রায় অচল। টেলিকম বাজারে ক্রেতাদের চাহিদা অনুযায়ী লঞ্চ হয় দারুন দারুন স্মার্টফোন। তেমনি সম্প্রতি বাজারে এসেছে আইকিউওও-এর দুর্দান্ত একটি স্মার্টফোন। যার নাম আইকিউওও ১৩ (iQOO 13)। রয়েছে বেশ কিছু চমৎকার স্পেসিফিকেশন। তাই যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। রইল iQOO ১৩এর বিস্তারিত বিবরণ।
প্রথমে জেনে নেওয়া যাক সম্প্রতি লঞ্চ আইকিউওও থার্টিনের ফিচার সম্পর্কে। iQOO ১৩এর স্মার্টফোনে প্রদান করা হয়েছে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে। যা ২K BOE Q১০ FHD+। এই ডিসপ্লের রিফ্রেশ রেট রয়েছে ১৪৪ হাৎজ। ব্রাইটনেস সাপোর্ট করে ১৮০০ নিট পিক। অন্যদিকে এই নতুন ফোনে (iQOO 13) প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট। যা ৩ মিলিয়ন স্কোর করেছে আন টু টু বেঞ্চমার্কে। গেমিংয়ের জন্য কোম্পানি তরফে এই ফোনে অফার করা হয়েছে Q২ গেমিং চিপ। যার মাধ্যমে ১৪৪FPS গেমিং করা যাবে।
যদি স্টোরেজের কথা বলি, আইকিউওও থার্টিন (iQOO 13) স্মার্টফোনে স্টোরেজ প্রদান করা হয়েছে ১৬ GB পর্যন্ত র্যাম এবং ১ TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। রয়েছে ৬১৫০ ওয়াটের ব্যাটারি। যা চার্জিং সাপোর্ট করবে ১২০W। এছাড়াও এই নতুন স্মার্টফোনে নতুনত্ব ফিচার হিসেবে প্রদান করা হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরো পড়ুন: ফোন খুললেই সামনে চলে আসছে অযাচিত পপ আপ অ্যাড, জেনে নিন বন্ধ করার উপায়
আইকিউ থার্টিন-এর ক্যামেরাও রয়েছে দুর্দান্ত। প্রাইমারি ক্যামেরায় সেন্সর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সোনি IMX৯২১। সাথে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের ২X টেলিফটো ক্যামেরা। যেখানে ছবি উঠবে ঝাঁ চকচকে। অপরদিকে সেলফি ক্যামেরাতেও দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের সেন্সর।
এবার আসি দামের কথায়, স্টোরেজ অনুযায়ী দাম রয়েছে আইকিউওও থার্টিনের (iQOO 13)। ৪৭, ১৯০ টাকা দাম রয়েছে ১২+২৫৬ জিবি মডেলের। ১৬+২৫৬ জিবি স্টোরেজের মডেলটির দাম রয়েছে প্রায় ৫০, ৭৩০ টাকা। ১২+৫১২ জিবি স্টোরেজার মডেলটির দাম রয়েছে প্রায় ৫৫, ৪৫০ টাকা। ৬১, ৩৫০ টাকা দাম রয়েছে, ১৬ জিবি +১ টিবি স্টোরেজের মডেলটির। উল্লেখ্য বিষয় চীনে লঞ্চ হয়েছে এই আইকিউওও থার্টিনের। তবে ২০২৪এর ডিসেম্বরে শেষের দিকে ভারতীয় বাজারে এই ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।