Vaishno Devi Tour Package: ছুটির মরশুমে দারুন চমক দিলো IRCTC, মাত্র ১৭০০ টাকায় ঘোরা যাবে বৈষ্ণদেবী মন্দির

Vaishno Devi Tour Package: ভারতীয় রেল এবং তার ক্যাটারিং দপ্তরের নাম শোনেননি এমন ভারতীয় বোধ হয় নেই বললেই চলে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC এবার বৈষ্ণদেবী দর্শন করার জন্য দারুন অফার নিয়ে এসেছে ভক্তদের জন্য। এতে বিশেষ করে মধ্যবিত্তরা উপকৃত হতে চলেছেন। সম্পূর্ণ এসি কোচে ব্রেকফাস্ট সহ পাঁচ তারা হোটেলে থাকা-খাওয়া সহযোগে দিন প্রতি খরচ হতে চলেছে মাত্র ১৭০০ টাকা। জানা যাচ্ছে আগামী ২৪শে ডিসেম্বর দিল্লি থেকে রওয়ানা দেবে ট্রেনটি।

IRCTC মাতা বৈষ্ণ দেবী দর্শনের সাথেই জম্মু ও কাশ্মীর ঘোরার জন্য দুর্দান্ত প্যাকেজ (Vaishno Devi Tour Package) চালু করেছে। প্যাকেজটি তিন রাত ও চার দিনের হতে চলেছে। যেহেতু ২৪ তারিখ রাতে ছেড়ে যাওয়ার পর ২৫ তারিখ বড়দিন রয়েছে তাই ওইদিন ছুটির মরশুমে ভ্রমণ প্রিয় মানুষদের আনন্দ আরও দ্বিগুণ হবে এমনটাই আশা করা যায়। ট্রেনটি রাজধানী দিল্লি থেকে প্রথমে রওয়ানা দেবে জম্মুর উদ্দেশ্যে। তবে এই প্যাকেজে থাকা খাওয়া নিয়ে আর আলাদা চিন্তা করতে হচ্ছেনা যাত্রীদের। মুশকিল আসান হিসেবে রয়েছে ভারতীয় রেল (Indian Railways)।

পাঁচ তারা বা তার সমতুল্য হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে IRCTC-এর (Vaishno Devi Tour Package) তরফে। তবে এক্ষেত্রে আলাদা খরচ হবে। ৬৭৯৫ টাকায় একটি ঘরে মোট তিন জন পর্যটক শেয়ারে থাকতে পারবেন। যা হতে পারে যাত্রীদের জন্য সব থেকে সস্তার বিকল্প। এক্ষেত্রে দিনপ্রতি ১৭০০ টাকা প্রতি রাতে খরচ হবে। একটা ঘরে দুই জন থাকতে চাইলে সেক্ষেত্রে প্রতি দিন দুজনের হোটেল খরচ হতে পারে ৭৮০০ হাজার টাকার কিছু বেশি।

আরো পড়ুন: এক দেশ এক ভোটের বিল পেশে গরহাজির, শোকজ বিজেপির

ট্রেনটি ২৪শে ডিসেম্বর রাত ৮.৪০ মিনিটে নয়া দিল্লি ছেড়ে পরদিন ভোর ৫টায় পৌঁছবে জম্মুতে। স্টেশনের কাছে থাকবে ভাড়ার গাড়ি সেই গাড়িতেই যাত্রীদের গন্তব্য হবে কাটরা। সেখানকার সরস্বতী ভবনে গিয়ে একটি ট্রাভেল স্লিপ নিতে হবে যাত্রীদের। এরপর হোটেলে পৌঁছে চেক ইন সম্পন্ন করতে হবে। সেখানেই সকলের জল খাবারের পর যাত্রীদের নিয়ে যাওয়া হবে বনগঙ্গায়। সেখানে হেঁটে বা ঘোড়ায় চড়ে উঠতে হবে পাহাড়ে। সেখান থেকে রাতের মধ্যেই ফিরে আসতে হবে হোটেলে। এরপর রাত্রিযাপন করে পরদিন দুপুর বারোটায় হোটেল থেকে চেক আউট করতে হবে। বাসে পৌঁছতে হবে জম্মু। সেখানে আপনি কান্দ কান্দোলি, রঘু রাজ জি মন্দির এবং বাগ গুহ গার্ডেন সহ আরোও কয়েকটি সাইট সিন করে সন্ধ্যায় জম্মু স্টেশনে নামাবে বাস।

জম্মু থেকে রাত ৯.৪৫ মিনিটে রাজধানী এক্সপ্রেস ধরে পরের দিন ভোর ৫.৫৫ মিনিটে দিল্লিতে ফেরানো হবে যাত্রীদের। আর এভাবেই IRCTC-এর কাশ্মীর ভ্রমণ প্যাকেজের ট্যুরটি (Vaishno Devi Tour Package) সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *