Cheapest Rail Ticket: ট্রেনের টিকিট কাটবেন? আইআরসিটিসি এর সুবিধা গুলো কি আপনি জানেন

Cheapest Rail Ticket: দূরে হোক বা কাছে যাতায়াতের জন্য সাধারণ মধ্যবিত্ত মানুষেরা ট্রেনকেই বেছে নেন। তবে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে বিরক্ত বোধ করেন অনেকেই। এই ঝামেলা এড়ানোর জন্যই ভারতীয় রেল অনলাইন টিকিট বুকিং এর ব্যবস্থা চালু করেছে। এখন থেকে যে কেউ দেশের যেকোনো প্রান্তে বসে অনলাইনে টিকিট কাটতে পারেন। কিন্তু সব থেকে সস্তার টিকিট কোথায় পাওয়া যায় জানেন ? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তর বৃহত্তম রেল (Cheapest Rail Ticket) নেটওয়ার্ক হলো ভারতীয় রেল। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে এখনো ন্যায্য মূলে মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে ভারতীয় রেল। বিমানের টিকিটের মত অনলাইনেও এখন ট্রেনের টিকিট কাটার সুবিধা পাচ্ছে মানুষ। তবে সে ক্ষেত্রে টিকিটের মূল্য ছাড়াও কনভেনিয়েন্স ফি, পেমেন্ট গেটওয়ে চার্জ, এজেন্ট সার্ভিস চার্জ এর মত অতিরিক্ত ফি দিতে হয় মানুষকে। এর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষেরা অসুবিধায় পড়েন।

যাত্রীদের এই অসুবিধা দূর করতে কেন্দ্র সরকার অতিরিক্ত সুবিধা প্রদান করেছেন। এখন থেকে আপনি আইআরসিটিসিতে টিকিট কাটতে পারবেন। এখানে টিকিট কাটলে দিতে হবে না কোন অতিরিক্ত ফি।  টিকিট মূল্য শুধুমাত্র আপনার গন্তব্য, ক্লাস, এসি, নন -এসি এর উপরে নির্ভর করবে। এক্ষেত্রে অন্যান্য অ্যাপের তুলনায় আপনার খবর খরচ বহুগুণ কমে যাবে।

আরও পড়ুন: বছরে আয় হাজার হাজার কোটি, জানেন দেশের ধনীতম স্টেশন কোনটি

বর্তমান সময়ে আমরা অনেকেই আমাদের সময় বাঁচতে অনেক অ্যাপ থেকে টিকিট (Cheapest Rail Ticket) কাটি। প্রাইভেট অ্যাপের বিভিন্ন ফি দেওয়ার জন্য আসল জিনিস ২০০ টাকার বদলে আমরা ৪০০ টাকায় কিনে ফেলি। সে ক্ষেত্রে আইআরসিটিসি আপনাকে সুবিধা প্রদান করতে পারে। কারণ এখানে টিকিট কাটলে আপনার কোন অতিরিক্ত চার্জ লাগবে না আর এই সুবিধা ৮থেকে ৮০ সবাই নিতে পারে।

আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট (Cheapest Rail Ticket) কাটলে, টিকিট কাটার পাশাপাশি লাউঞ্জে থাকা, স্টেশন ঘর বুকিং এর মতো যাবতীয় সুবিধা আপনি পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *