Black Thread: পায়ে কালো সুতো বাঁধা, শুভ না অশুভ! জানেন কি আসল কারণ। আজকাল অনেকের পায়ে এক ধরনের কালো সুতো পরতে দেখা যায়। একটু খেয়াল করলেই দেখা যাবে আশপাশে বেশিরভাগ মানুষের পায়ে রয়েছে কালো সুতো। এটা একপ্রকার স্টাইল স্টেটমেন্ট হিসেবে পরিণত হয়েছে বর্তমানে। কিন্তু কেন পড়া হয় এই কালো সুতো? কালো সুতো পড়া কতটা শুভ বা কতটা অশুভ? মনে করা হয় কালো সুতো কু নজর থেকে রক্ষা করে। তাই এই কালো সুতো বাঁধলে শারীরিক, অর্থনৈতিক বা অন্য যেকোন রকম উন্নতির সম্ভাবনা দেখা দেয় সেই ব্যক্তির। বিশেষত বাচ্চাদের কু নজর থেকে বাঁচানোর জন্য এই কালো সুতো পড়ানো হয়।
হিন্দু শাস্ত্র মতে কালো রং টি আমাদের জীবনে ঘটতে চলা খারাপ সম্ভাবনাকে কমিয়ে দেয়। খারাপ শক্তি বা নেগেটিভ এনার্জিকে আমাদের কাছে আসতে বাধা দেয় এই কালো রং। আমাদের জীবনের চলার পথটা আরো সুন্দর ও সুদৃঢ় হয়ে উঠতে সাহায্য করতে পারে এই কালো রং। তাই কালো সুতোকে (Black Thread) কালো রং টারই প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এবার স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে শুভ অনুষ্ঠানে কালো পোশাক পরা বারণ কেন? বাড়ির বড়রা আমাদেরকে যে কোন শুভ অনুষ্ঠানে কালো পোশাক করতে বারণ করেন। কারণ তারা মনে করেন কালো পোশাক পরলে সেই শুভ অনুষ্ঠানে খারাপ দৃষ্টি পড়তে পারে। অথচ কু নজর থেকে বাঁচানোর জন্য সেই কালো রঙের কারই ব্যবহার করেন। কালো রঙের পোশাক পরলে কু দৃষ্টি পড়তে পারে। অথচ কালো রঙের সুতো পায়ে বাঁধলে কু নজর থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
বর্তমান যুগটা প্রতিযোগিতার যুগ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে কারো না কারো সাথে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হয় আমাদেরকে। পড়াশোনার ক্ষেত্রেই হোক বা কর্মজীবনে বা অন্য যে কোন ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয় আমাদেরকে। মনে করা হয় এই কালো সুতো (Black Thread) সেই সমস্ত প্রতিদ্বন্দ্বীদের কু নজর থেকে আমাদেরকে বাঁচায়। আমাদের আয় উন্নতি দেখে যাদের হিংসে হচ্ছে তাদের খারাপ দৃষ্টির হাত থেকে রক্ষা করে আমাদের আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় এই কালো সুতো। তবে ভালো ফল পেতে চাইলে শনিবার অথবা মঙ্গলবার দিন ধারণ করতে হয় এই কালো সুতো।
আরো পড়ুন: কোন রাশির হীরা পরা অত্যন্ত শুভ এবং কোন রাশির হীরা পরা উচিত নয়
আমাদের হিন্দু শাস্ত্রের একটি অন্যতম অংশ বলা যেতে পারে তন্ত্র সাধনাকে। এই তন্ত্র সাধনাকে বহু ক্ষেত্রে অন্যের ক্ষতি সাধনের জন্য ব্যবহার করতে দেখা যায় বা শোনা যায়। মানুষের মনে জমতে থাকা হিংসা তার মধ্যে একটি অতিরিক্ত খারাপ সত্ত্বা তৈরি করতে পারে। আর সেই খারাপ সত্ত্বা অন্যের ক্ষতি করতে দুবার ভাবে না। এমন অনেক ঘটনা শুনতে পাওয়া যায় যেখানে শুধুমাত্র হিংসার বসে অন্যের ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়েছে খারাপ শক্তিকে। তাই এই খারাপ শক্তিকে নিজেদের কাছ থেকে দূরে রাখার একটি অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এই কালো সুতো (Black Thread) বা কালো কারগুলিকে।
প্রসঙ্গত উল্লেখ্য, কালো সুতো (Black Thread) যে শুধুমাত্র শরীরে বাঁধা হয় তা নয়। অনেকে কালো সুতো বাড়ির দরজায়ও ঝোলান। শোনা যায় একটি কালো কারের মধ্যে ৯টি গিট বেঁধে, হনুমান মন্দিরে পুজো দিয়ে আসতে হয়। তারপর সেই কালো কারটি বাড়ির দরজায় ঝুলিয়ে রাখলে কোন প্রকার নেগেটিভ এনার্জি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না। ফলে আপনার সংসার সুখ শান্তিতে ভরে উঠবে। তবে সব কথার শেষ কথা হল কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন তাহলে এই কালো সুতো আপনার উপকারে আসতে পারে। অবিশ্বাসের সাথে এই কালো সুতো পড়লেও কোন প্রকার ফল উপলব্ধি করতে পারবেন না।