Sania Mirza: আবারো বিয়ের পিঁড়িতে বসবেন সানিয়া মির্জা, জল্পনার মুখে পড়লেন টেনিস তারকা। অত্যন্ত জনপ্রিয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। বিবাহ নিয়ে বরাবরই আলোচনার মধ্যেই থাকেন তিনি। প্রথমবার যখন বিয়ে করেছিলেন তখনও তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। কারণ তিনি বিয়ে করেছিলেন পাকিস্তানি খেলোয়াড় সোয়েব মালিককে। অনেকেই বলেছিল এই বিয়ে নাকি শাহরুখ এবং প্রীতি জিন্টার সিনেমা “বীর জারার” কথা মনে করিয়ে দিচ্ছে। তবে সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদের কথা শোনা গেছিল। এবার নতুন করে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সানিয়া মির্জা। এমনটাই খবর শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এই বছরের শুরুর দিকেই সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। এবং তারপরেই শোয়েব মালিক পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন। এবার কি তবে সানিয়া মির্জার (Sania Mirza) পালা? তাকে নিয়ে বা বলা ভালো তার বিবাহ নিয়ে জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কার সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সানিয়া মির্জা? উমের জসওয়াল। তার সাথেই জড়িয়েছে সানিয়ার নাম। সবার মনে এখন একটাই প্রশ্ন সত্যিই কি তবে দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন তিনি?
সব থেকে মজার বিষয় হলো যার সাথে সানিয়া মির্জার (Sania Mirza) নাম জড়িয়ে এত আলোচনা চলছে, তিনি কিন্তু তারই প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রীর প্রাক্তন স্বামী। কি বিষয়টা একটু গুলিয়ে গেল তাই তো? চলুন পরিষ্কার করে বুঝিয়ে বলা যাক। বিখ্যাত সঙ্গীত শিল্পী হওয়া ছাড়াও উমের জসওয়ালের আরো একটি পরিচয় রয়েছে। তিনি সানা জাভেদের প্রাক্তন স্বামী। মূলত সানা জাভেদ এবং উমের জসওয়ালের বিবাহ বিচ্ছেদের পরই, সাকিব মালিক এবং সানা জাভেদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবার সানার প্রাক্তন স্বামীর সাথেই সানিয়া মির্জার নাম জড়িয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরো পড়ুন: অনন্যার রহস্যময় অভিযোগ, আরিয়ান খানের বিরুদ্ধে গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি
তবে বিশেষজ্ঞদের মতে যতই তাদের নাম জড়িয়ে আলোচনা চলুক না কেন এই ঘটনার সত্যতা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ করা যায়নি। তাই যে আলোচনা চলছে তাকে ভিত্তিহীন বলাই ভালো। শেরওয়ানি পড়া উমেরের একটি ছবি থেকে শুরু হয়েছে জল্পনা। সবাই ধরেই নিয়েছে এই পাকিস্তানি গায়কের সাথেই দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সানিয়া মির্জা (Sania Mirza)। কিন্তু এই আলোচনা শুধুমাত্র নেটিজেনদের মধ্যেই চলছে। সানিয়া মির্জা অথবা উমের জসওয়াল কেউই এই বিষয় নিয়ে কোন প্রকার মন্তব্য করেননি। আপাতত দুজনেই দুজনের মতন আলাদা ভাবে নিজের ব্যক্তিগত জীবন কাটাচ্ছেন।
দেশে যখন সানিয়া মির্জার (Sania Mirza) বিয়ে নিয়ে আলোচনার ঝড় চলছে তখন তিনি নিজে রয়েছেন দুবাইতে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি আর ভিডিও পোস্ট করে চলেছেন তিনি। একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে সানিয়া মির্জা ও তার বোন আনাম মির্জা একে অপরের হাত ধরে রয়েছেন। সানিয়া মির্জার ছেলে ইজহান এবং আনামের মেয়েও রয়েছে এই ছবিতে। সাথে চলছে সুন্দর একটি গান। এই পোস্টটি ব্যাপক হারে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিবাহ বিচ্ছেদের পর আপাতত বোধহয় তিনি তার পরিবারের সাথেই সময় কাটাতে চান। দ্বিতীয়বার বিয়ে করা নিয়ে কোন প্রকার আগ্রহ প্রকাশ করেনি তিনি।