Duplicate Virat Kohli: সমাজমাধ্যমের দৌলতে এমন বহু জিনিস মানুষের চোখে পড়ে যা সত্যিই অকল্পনীয়। প্রযুক্তির উন্নতির কারণেই শুধুমাত্র দেশেরই নয় বিদেশের বহু খবর ঘরে বসেই সাধারণ মানুষ উপভোগ করতে পারে। আজকের এই প্রতিবেদনে এমন একটি অদ্ভুত প্রসঙ্গ তুলে ধরা হয়েছে যা হঠাৎ করে মানুষকে চমকে দেবে। একনজরে দেখে হয়তো ভাবছেন বিরাট কোহলি, কিন্তু আদৌ তিনি নন। জানেন কি কে এই ব্যক্তি? হঠাৎ করে এত জনপ্রিয়তা তিনি অর্জন করলেন কি করে?
মুখের সঙ্গে অদ্ভুত মিল
মুখভর্তি দাড়ি, কপালে চিন্তার ভাঁজ। সমাজমাধ্যমের পাতায় বেশ কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছে এক তরুণের ছবি। নেট নাগরিকরা রীতিমতো চমকে গেছেন এই তরুণের ছবি দেখে। এ যে হুবহু ক্রিকেটার বিরাট কোহলি (Duplicate Virat Kohli)! যদি তিনি সত্যিই ক্রিকেটার বিরাট কোহলি হয়ে থাকেন তাহলে এই ধরনের পোশাক কেন করেছেন? বিরাটের সঙ্গে মুখের এত বেশি সাদৃশ্য থাকার কারণে মুহূর্তের মধ্যে সেই ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে। হঠাৎ করে দেখি বিরাট কোহলি ভাবলেও তিনি বিরাট কোহলি নন।
কে এই নকল বিরাট কোহলি (Duplicate Virat Kohli)
যারা প্রতিনিয়ত নেট ব্যবহার করেন তারা এই খবরটি পেয়ে রীতিমতো উত্তেজিত। নেট নাগরিকরা কিন্তু ইতিমধ্যেই বেশ ব্যস্ত হয়ে পড়েছেন এই অন্য বিরাটের (Duplicate Virat Kohli) পরিচয় জানার জন্য। হয়তো বিরাটের সঙ্গে সাদৃশ্য থাকার কারণেই সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তা বেশি বৃদ্ধি পেয়েছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে, তরুণের যে ছবিটি ছড়িয়ে পড়েছে তা তুরস্কের একটি টেলিভিশন সিরিজ়ের দৃশ্য। সেই সিরিজে এই তরুণটি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। হুবহু বিরাটের মতো দেখতে হলেও ক্রিকেট জগতের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। তিনি কিন্তু পেশায় একজন অভিনেতা। তাঁর নাম কেভিট সেটিন গুনির।
আরও পড়ুন: আসছে ব্লকবাস্টার হেরাফেরি ৩, মুখ্য ভূমিকা কারা থাকছেন?
কোথায় অভিনয় করতে দেখা গেছে কেভিটকে?
‘ডিরিলিস: এরতুগ্রুল’ নামের সিরিজে ডোগান বে নামের একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি (Duplicate Virat Kohli) । এই সিরিজটির সম্প্রচারণ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বর মাসে। এমনকি ২০১৯ সালের মে মাস পর্যন্ত এই সিরিজের মোট পাঁচটি সিজন মুক্তি পেয়েছে।
কি বলছে নেট নাগরিকরা?
নেটাগরিকদের একাংশ বেশ মশকরা করেই ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছেন এই ব্যক্তিকে। একজন নেটাগরিকের মন্তব্য, তুরস্কের এই অভিনেতা যদি হঠাৎ করে বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মার (Duplicate Virat Kohli) সামনে চলে আসে তাহলে তিনিও চিনতে পারবেন না। ‘রব নে বনা দি জোড়ি’ ছবিতে শাহরুখ খান যত সামান্য মেকাপ করেছিলেন কিন্তু তাও থাকে চিনতে পারেননি সামান্য মেকআপ করার পর চিনতে পারেননি।