ICC Chairman: দীর্ঘ সময় ক্রিকেটের সাথে যুক্ত আছেন জয় শাহ। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তবে তিনি ছাড়া আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায়, প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নির্বাচিত হন। মাত্র ৩৫ বছর বয়সে আইসিসি প্রধান হতে চলেছেন তিনি।
ভারতীয় হিসাবে আগে চারজন আইসিসিতে (ICC Chairman 2025) চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। তারা হলেন-জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর। আর পঞ্চম চেয়ারম্যান হিসাবে শাহ যোগদান করলেন। আগে দু দফায় চেয়ারম্যান হিসাবে ছিলেন গ্রেগ বার্কলে। তবে তৃতীয়বারের জন্য তিনি আর মনোনয়ন দিতে চাননি।
এর আগে গুজরাটে ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব ছিলেন জয় শাহ। এরপর বোর্ডের এক্সিকিউটিভ ফিন্যান্স কমিটির সদস্য হিসাবেও যোগদান করেন জয়। ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এর সভাপতি নির্বাচিত হন তিনি। জয় শাহ আইসিসি তে চলে যাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে আসতে চলেছে নতুন মুখ। তবে এক্ষেত্রে রোহান জেটলির নাম উঠে আসছে যিনি দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট এবং অরুণ জেটলির পুত্র।
আরও পড়ুন: ২০১৬ সালের বাতিল হওয়া নীতিই কি ফিরে আনতে চলেছে আইসিসি
গত ১ই ডিসেম্বর থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন জয় শাহ। গ্রেক বার্কলের পর কে চেয়ারম্যান (ICC Chairman) হবে তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। এক্ষেত্রে নিজ দায়িত্বেই এগিয়ে এসেছিলেন জয়। দু-একজন ছাড়া সবাই প্রায় তার ওপর আস্থা রেখেছিল।কেউ মনোনয়ন জমা না দেওয়ায় প্রত্যাশা মত নির্বাচিত হন তিনি। আগামী ছয় বছরের জন্য এই পদে বহাল থাকবেন জয় শাহ।
আইসিসিতে (ICC Chairman) যোগদান করার পর থেকে আবেগে আপ্লুত জয়। ভারতীয় ক্রিকেটকে বিশ্ব দরবারে শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ তিনি। ক্রিকেটে বিভিন্ন নতুন প্রযুক্তি, নতুন ফরম্যাট এর মধ্যে ভারসাম্য বজায় রাখা, বিশ্বের বিভিন্ন দেশের সাথে সঠিকভাবে কাজ করাই জয় ও তার টিমের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তারা।