Jeet: বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সফল অভিনেতাদের মধ্যে প্রথম দিকেই থাকে অভিনেতা জিতের নাম। অবাঙালি হয়েও একেরপর এক হিট ছবি দিয়ে বারবার দর্শকদের কাছে নিজের দাপট বজায় রেখেছে এই অভিনেতা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ছবিতে কেন্দ্রীয় চরিত্রের ভূমিকায় সবসময় দেখা গিয়েছে এই অভিনেতাকে। অন্যসব অভিনেতারা যখন অন্য ধরনের ছবিতে মনোযোগ করছেন তখনও জিত একাই বাংলা ছবির একেরপর এক ধামাকা দেওয়ার দায়িত্ব নিয়ে রেখেছেন।
জিত (Jeet) ওরফে জিতু মদনানি, গত ৩০শে নভেম্বর নিজের জন্মদিন পালন করেছেন। অবাঙালি পরিবারের ছেলে জিতের কথা শুনে বোঝা অসম্ভব যে তিনি বাঙালি নন। ভাষা কোনোভাবেই তাঁর সাফল্যের বাধা হয়ে দাঁড়ায়নি। ব্লকবাস্টার ছবি সাথী, আর এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেই দর্শকদের দৃষ্টিতে এসে পড়েন তিনি। এই ছবির হাত ধরেই টলিউডে হতে খড়ি হয় এই অভিনেতার। টলিউডে এটি জিতের প্রথম ছবি হলেও সাথী তাঁর প্রথম ছবি নয়।
জানা যায় জিত (Jeet) আদতে অবাঙালি হলেও ছোট থেকে বড় হয়ে ওঠা, পড়াশুনো সব কিছুই কলকাতাতে হওয়ায় বাংলা ভাষার উপর একটা দক্ষতা ছিলই। প্রথমদিকে পড়াশুনো শেষ করে পারিবারিক ব্যবসার ভার নিলেও অভিনয়ের টান তাঁকে বের করে আনে অভিনয়ের জগতে। অভিনয়ের কেরিয়ারের শুরুর দিকে ছোট পর্দায় কিছু কাজ করেন অভিনেতা। এরপর সুযোগের আশায় চলে যান মুম্বই। এরপর ২০০১ সালে তার আত্মপ্রকাশ হয় বড় পর্দায়।
আরো পড়ুন: ইনস্টা রিল থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ কত! জানলে অবাক হবেন আপনিও
বাংলার জনপ্রিয় অভিনেতা জিত (Jeet) প্রথম অভিনয় করেন তেলেগু ছবি চন্দুতে। কিন্তু ছবিটি দর্শকমহলে বিশেষ পরিচিতি না পাওয়ায় অধরা থেকে যায় জিতের স্বপ্ন। এরপর কলকাতায় ফিরে আসেন এবং কপালক্রমে পরিচালক হরনাথ চক্রবর্তীর সাথে দেখা করার সুযোগ পান তিনি। সেখানেই জিতের কাছে সাথী ছবির প্রস্তাব আসে। আর এই ছবিতে অভিনয়ের পর আর পিছন ফিরে দেখতে হয়নি অভিনেতাকে।
এই লম্বা এবং সফল কেরিয়ারে টলিউডের প্রথম সারির সমস্ত অভিনেত্রীর সাথেই কাজ করেছেন জিত (Jeet)। অন্যদিকে কোয়েল মল্লিক, নুসরাত জাহানের মত বড় অভিনেত্রীদের অভিনয়ের অভিষেক হয়েছে জিতের বিপরীতে অভিনয় করেই। সূত্রের খবর এবার বাংলাদেশী ছবিতেও অভিনয় করতে দেখা যাবে এই ভারতীয় অভিনেতাকে।