Jio 5G Phone: জিওর নতুন ফাইভ জি মোবাইল, দাম কম ফিচার্স বেশি

Jio 5G Phone: জিওর নতুন ফাইভ জি মোবাইল, দাম কম ফিচার্স বেশি। কম দামে বেশি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রিলায়েন্স জিওর জুরি মেলা ভার। ফোনের রিচার্য হোক অথবা আস্ত একটি ফোন সবকিছুতেই কম দামে বেশি সুযোগ-সুবিধা প্রদান করে এই সংস্থা। এবারও তার অন্যথা হলো না। জিওর পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে নতুন একটি ফাইভ জি মোবাইল। লঞ্চ হবার আগেই এই ফোনের ফিচারসগুলি জগৎ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

কথা হয়েছে জিওর নতুন জিও লাইফ ৫জি (Jio 5G Phone) মোবাইল নিয়ে। মোবাইলটি লঞ্চ হবার আগে থেকেই আলোচনার শীর্ষে রয়েছে। জিও তাদের নতুন ফাইভ জি মোবাইল নিয়ে জগৎ জুড়ে আলোড়ন সৃষ্টি করতে এক্কেবারে প্রস্তুত। এই মোবাইলটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৬৬০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। সমস্ত হাই এন্ড ফিচার্স থাকবে তাও আবার একেবারে সাধ্যের মধ্যে। যাতে সকলের পক্ষে কেনা সম্ভব হয় এমনই দাম রাখা হবে এই ফোনটির। তেমনটাই জানিয়েছে সংস্থা।

একাধিক টেক রিপোর্ট অনুযায়ী, জিওর নতুন ৫জি (Jio 5G Phone) মোবাইলটি ভারতীয় বাজারে আলোরন সৃষ্টি করতে সক্ষম। কারণ এই ফোনটিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। ৫.৪ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে এই ফোনে। ফোনটিকে এক হাতে ধরে অনায়াসে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীর সুরক্ষার কথা মাথায় রেখে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসানো হয়েছে ফোনে। বাধাহীন ফাইভ জি কানেক্টিভিটিসহ প্রতিদিনকার কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই ফিচার্সগুলি।

আরো পড়ুন: বাজার কাঁপাতে এলো iQOO13! ছবি হবে ঝাঁ চকচকে, সাথে ১২০W ফাস্ট চার্জিং

জিওর নতুন ৫ জি (Jio 5G Phone) ফোনটিতে থাকবে অসাধারণ ক্যামেরা সিস্টেম। মোট চারটি ক্যামেরা সেটিং দেখা যাবে এই ফোনে। পোর্ট্রেট তোলার জন্য ফাইভ এমপির ক্যামেরা দেওয়া হবে। এছাড়া সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা প্রোভাইড করছে সংস্থা। থাকছে এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধা আর টেন এক্স পর্যন্ত জুম করার সুবিধা। সমস্ত অত্যাধুনিক মোবাইলগুলির সাথে টক্কর দিতে চলেছে এই ফোনটিও।

ব্যাটারি সাপোর্টের দিক থেকে তো কোন তুলনাই চলে না। ৬৬০০ এমএএইচ ক্যাপাসিটি যুক্ত থাকছে জিওর নতুন ফাইভ জি (Jio 5G Phone) ফোনে। ৪৪ ডাব্লিউএইচ চার্জিং স্পিড সহ। এই ফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে মাত্র এক ঘন্টা। স্টোরেজ ক্যাপাসিটিও অনেক বড় রাখা হচ্ছে এই ফোনে। এত সুযোগ সুবিধা পাওয়া যাবে তাও আবার একেবারেই বাজেট ফ্রেন্ডলি দামে। ফোনটির দাম শুরু হতে পারে ৫৯৯৯ থেকে ৬৯৯৯ এর মধ্যে। তার সাথে ওয়েলকাম অফার হিসেবে থাকবে আরও ছাড়। ৩৯৯৯ থেকে ৪৯৯৯ এর মধ্যে কিনে ফেলতে পারেন এই ফোনটি। এছাড়াও থাকছে ইএমআই সাপোর্ট। মাসিক মাত্র ৯৯৯ টাকা ইএমআই দিয়ে এই ফোন কেনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *