New Year Welcome Pack: জিওর নিউ ইয়ার ওয়েলকাম প্যাক, থাকছে বিশাল সুযোগ সুবিধা

New Year Welcome Pack: চলে এলো জিওর নতুন নিউ ইয়ার ওয়েলকাম প্যাক, থাকছে একাধিক সুযোগ সুবিধা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই নতুন বছর আসবে। নতুন বছরকে স্বাগত জানাতে সবাই তৈরি হচ্ছে নিজেদের মতন করে। নতুন বছরের আগমনের আনন্দে দারুন একটি অফার নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও। তোর পক্ষ থেকে নিউ ইয়ার ওয়েলকাম প্যাক নামক একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে গ্রাহকদের জন্য।

রিলায়েন্স জিওর নতুন নিউ ইয়ার ওয়েলকাম রিচার্জ প্যাকটির (New Year Welcome Pack) দাম মাত্র ২০২৫ টাকা। এর ভ্যালিডিটি রয়েছে ২০০ দিন। অর্থাৎ প্রায় ছয় মাস কুড়ি দিনের কাছাকাছি। কল ছাড়াও একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ প্যাকে। তবে শুধু এটুকুই নয়, এই বিশেষ রিচার্জ প্যাকটির মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন একটি বিশেষ কুপন অথবা ডিসকাউন্ট অফার। এই অফার থাকবে সীমিত সময়ের জন্য। ১১ই ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে গেছে এই রিচার্জ প্যাকটির পরিষেবা যা চলবে ১১ ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

জিওর নতুন রিচার্জ প্যাকের (New Year Welcome Pack) মাধ্যমে পাওয়া যাবে ফাইভ-জি ইন্টারনেট পরিষেবা। তাও আবার আনলিমিটেড। এই পরিষেবাটি আপনাকে দ্রুত ব্রাউজিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতা দেবে। এ ছাড়া থাকবে আনলিমিটেড ভয়েস কল এবং আনলিমিটেড এসএমএস করার সুযোগ। এছাড়াও ২০২৫ টাকা খরচ করে এই প্যাকটি রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৫০০ জিবি ৪ জি ডাটা এবং প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পরিষেবা।

আরো পড়ুন: স্প্যাম কলের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, আছে সহজ উপায়

তবে এই রিচার্জ প্লানের (New Year Welcome Pack) বিশেষ আকর্ষণ হল একাধিক প্লাটফর্মে পাওয়া ছাড়গুলি। জিওর এই নতুন রিচার্জ প্যাকটি ব্যবহার করলে আপনি একাধিক জায়গায় বিশেষ কিছু ছাড় পেতে পারেন। পেয়ে যেতে পারেন আজিওর কুপন। ফ্যাশন রিটেলার ব্র্যান্ড থেকে আড়াই হাজার টাকা বা তার বেশি পরিমাণে শপিং করলে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়া স্যুইগী থেকে ৪৯৯ টাকার বেশি অর্ডার করলে ১৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে। মেক মাই ট্রিপ অ্যাপের মাধ্যমে ফ্লাইটের টিকিট বুকের ক্ষেত্রেও দেড় হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহক।

তবে শুধুমাত্র এই সুযোগ সুবিধা বা ডিসকাউন্ট অফারই নয়, জিওর এই নতুন রিচার্জ প্ল্যানটি (New Year Welcome Pack) অনেক বেশি লাভজনক হতে চলেছে। এই একই পরিষেবাযুক্ত জিওর অন্য রিচার্জ প্ল্যানের দাম রয়েছে মাসিক ৩৪৯ টাকা। ছ মাস ধরে এই রিচার্জ করলে যা খরচ হবে তার তুলনায় ২০২৫ টাকার রিচার্জ প্লানটিকে রিচার্জ করলে প্রায় ৪৬৮ টাকা পর্যন্ত সঞ্চয় করা সম্ভব হবে। পাশাপাশি ভ্যালিডিটির দিন সংখ্যাও ছমাসের চেয়ে বেশি। জিওর নিজস্ব ওয়েবসাইট অথবা মাই জিও অ্যাপ থেকে রিচার্জ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *