ভারতের সবচেয়ে ধনী ব্যাবসায়ী মুকেশ আম্বানি জিও-র মিউচুয়াল ফান্ড সম্পর্কিত একটি আপডেট শেয়ার করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিস ২০২৩ সালের জুলাই মাসে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস ব্ল্যাকরকের সাথে ৫০:৫০ যৌথ উদ্যোগ গঠনের ঘোষণা দেয়। উভয় প্রতিষ্ঠানই দেশে সম্পদ ব্যবস্থাপনা এবং ব্রোকিং ব্যবসা স্থাপনের জন্য ২০২৪ সালের এপ্রিল মাসে দ্বিতীয় যৌথ উদ্যোগে স্বাক্ষর করে।
এবার জিওর তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের পার্টনার সংস্থা ব্ল্যাকরকের সাথে যৌথ উদ্যোগে তারা একটি মিউচুয়াল ফান্ড খুলতে চলেছে। এর জন্য জিওর তরফ থেকে ১১৭ কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করা হয়ে গেছে। বর্তমান জিও ফিনান্সিয়াল সার্ভিসটি নিফটি ১০০ বা বিএসই ১০০ সূচকের মধ্যে রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে, জেএফএসএল এর জন্য সেবি-র অনুমোদনের কথা জানিয়েছিল। তারা আরও বলেছিল যে, কোম্পানি এবং ব্ল্যাক রক-র চিঠিতে উল্লেখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করা সাপেক্ষে মূলধন বাজার নিয়ন্ত্রক নিবন্ধনের জন্য চূড়ান্ত অনুমোদন দেবে।
২০২৩ সালের জুলাই মাসে রিলায়েন্সের থেকে আলাদা হওয়ার পর জিও ও ব্ল্যাকরকের যৌথ উদ্যোগে ৫০:৫০ পার্টনারশিপে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা এএমসি তৈরির কথা ঘোষণা করেছিল। এর পর ২০২৪ সালের এপ্রিলে ওয়েলথ ম্যানেজমেন্ট ও ব্রোকিং ব্যবসার জন্য ওই দুই সংস্থাই আরও একটি চুক্তি স্বাক্ষর করে।জেএফএসএল ও ব্ল্যাকরক উভয়েই মিউচুয়াল ফান্ড -এ ৮২.৫ কোটি টাকা বিনিয়োগ করেছিল। জেএফএসএল ও ব্ল্যাকরক উভয়েই জিও অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের ১০ টাকা মূল্যের ৫.৮৫ কোটির ইকুইটি শেয়ারের সাথে সাবস্ক্রাইবও করেছিল।
আরও পড়ুন: প্রকাশিত হলো বিশ্বের ঋণগ্রস্থ দেশগুলির তালিকা, তালিকায় ভারত কত নম্বরে
শুক্রবার বিএসইতে আম্বানি-সমর্থিত কোম্পানির শেয়ার ৪.৫ শতাংশেরও বেশি কমে ২৪৪.২৫ টাকায় শেষ হয়েছে। যা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের শেয়ারের দামের কাছাকাছি পৌঁছেছে। গত এক সপ্তাহে, জেএফএসএলের শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ কমেছে।
২০২৪ সালের অক্টোবরে, জেএফএসএলের জন্য সেবির অনুমোদনের কথা জানিয়েছিল এবং আরও বলেছিল যে কোম্পানি এবং ব্ল্যাকরকের চিঠিতে উল্লেখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করা সাপেক্ষে মূলধন বাজার নিয়ন্ত্রক নিবন্ধনের জন্য চূড়ান্ত অনুমোদন দেবে। প্রসঙ্গত উল্লেখ্য, যেকোনো বিনিয়োগই ঝুঁকি সাপেক্ষ। সুতরাং বিনিয়োগ করার আগে প্রয়োজনীয় শর্তাবলী খুব ভালো করে পড়ে নেবেন। তারপরেই বিনিয়োগ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেবেন। মিউচুয়াল ফান্ড তথা যে কোন বিনিয়োগ সংক্রান্ত কোনো ঝামেলায় পড়লে সংবাদমাধ্যম কোনভাবেই দায়ী থাকবে না।