জিওর ই-বাইকে এক চার্জেই পৌঁছে যান কলকাতা থেকে ভুবনেশ্বর

দেশের টেলিকম দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে মুকেশ আম্বানির জিও। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি টেলিকম সংস্থাটি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বরাবর নানারকম চমক এনেছে। ফ্রি-তে ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে সস্তার রিচার্জ প্ল্যান সবকিছুতেই জিও এগিয়ে। এবার রিলায়েন্স জিও পা রাখল ই-বাইকের দুনিয়াতে। বাজারে আসছে জিওর ই-বাইক, যার মধ্যে থাকছে দুর্দান্ত সব ফিচার্স।

রিলায়েন্স জিয়ো ইতিমধ্যেই জানিয়েছে যে, বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের ইলেকট্রিক বাইসাইকেল। জিওর এই ই-বাইক ইলেকট্রিক বাইকের দুনিয়ায় রেকর্ড তৈরি করবে। জানলে অবাক হয়ে যাবেন যে, একবার চার্জেই এই বাইক ৪০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। এই ইলেকট্রিক বাইকটির কার্যক্ষমতা বেশি হওয়ার পিছনে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। পাশাপাশি এই ধরনের বাইকের মেয়াদও দীর্ঘমেয়াদী হবে।

জিওর এই ই-বাইকে থাকছে একাধিক দুর্দান্ত ফিচার যেমন, ফাস্ট চার্জিং ফিচার। এরফলে ৩ থেকে ৫ ঘণ্টাতেই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল, এই বাইকে ব্যবহার করা হবে রিমুভেবল ব্যাটারি। ফলে ব্যবহারকারী খুব সহজেই ই-বাইক থেকে ব্যাটারি খুলে অন্যত্রও চার্জ দেওয়া যাবে। পাশাপাশি রাখা হচ্ছে স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যা কার্যক্ষমতা বাড়াবে।

আরও পড়ুন: টাটা মোটরসকে পিছনে ফেলতে নতুন চমক, লঞ্চ হতে চলেছে মারুতি সুজুকি ই-ভিটারা

জিয়োর এই ই-বাইকে শক্তিশালী ২৫০ থেকে ৫০০ ওয়াটের ইলেকট্রিক মোটর থাকবে। খুব সহজেই পাহাড়ি রাস্তাতে এই বাইক চালানো যাবে। জিও বাইকে আনছে একাধিক রাইডিং মোড, যেমন ইকো, নর্মাল ও স্পোর্টস। ধরুন কোনো কারণে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে তাহলেও চিন্তা করার কারণ নেই আসলে এতে থাকবে প্যাডেলও।এছাড়া এলইডি লাইট, জিপিএস, ব্লুটুথ ও মোবাইল অ্যাপ ইন্টিগ্রেশনের ফিচার থাকবে।

তবে সাধারণ মধ্যবিত্ত আদৌ কি ব্যবহার করতে পারবে এই বাইক? যাদের ই-বাইক কেনার ইচ্ছে রয়েছে তারা কিনে ফেলতে পারে জিওর তৈরি এই বাইক। সাধারণত ই-বাইক যথেষ্ট দামি হয়, জিয়ো ই-বাইকের দাম সকলের সাধ্যের মধ্যেই রাখছে। এখনো মার্কেটে না আসলেও জিওর ই-বাইকের দাম হতে পারে ২৯ হাজার ৯৯৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *