Jio New Budget Plan: ক্রমাগত বেড়ে চলেছে ট্যারিফ প্ল্যানের দাম। জিও থেকে শুরু করে এয়ারটেল , ভোডাফোন আইডিয়ার কোনো সংস্থাতেই আর স্বল্প খরচে পরিষেবা নেওয়ার উপায় নেই। দৈনন্দিন খাদ্য দ্রব্যের মূল্যের পাশাপাশি মোবাইলের খরচও এখন ঊর্ধ্বমুখী। গত কয়েক বছরে প্ল্যানের দামগুলি দ্বিগুণ হয়েছে। আগে যেখানে প্রতিমাসে গ্রাহকদের ১০ থেকে ২০ টাকা ব্যায় করতে হতো এখন সেখানে কিছু না হলেও ২০০ টাকা ব্যয় করতে হয় গ্রাহকদের।
এরই মধ্যে দেশের বেসরকারি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও নিয়ে এলো এক নতুন প্রিপেইড 5G প্ল্যান (Jio New Budget Plan)। মাত্র ৬০১ টাকার রিচার্জে এবার সারা বছরের 5G পরিষেবা দিতে চলেছে জিও। অর্থাৎ যেসব গ্রাহকের বর্তমান প্ল্যানে 5G পরিষেবা নেই সেই সব প্ল্যানের মাত্র ৬০১ টাকা দিয়ে আপগ্রেড করলে অনায়াসেই সারাবছর ফাইভ-জি পরিষেবা ব্যবহার করতে পারবে গ্রাহকরা।
মাত্র ৬০১ টাকায় সারাবছরের সুবিধা শুনে হয়তো আপনিও অবাক হতে পারেন। তবে সত্যিই এরকম অবিশ্বাস্যকর অফার (Jio New Budget Plan) নিয়ে এসেছে জিও। জানা যাচ্ছে এটি একটি আপগ্রেডেড ভাউচার যা শুধুমাত্র যোগ্য গ্রাহকরাই পেতে পারেন। মূলত জিওর ২৯৯ টাকা রিচার্জ করে এমন গ্রাহকদের জন্যই এই ভাউচারটি আনা হয়েছে। ২৯৯ টাকায় ১.৫ জিবির সীমিত ইন্টারনেট পরিষেবা পে গ্রাহকরা কিন্তু এবার ৬০১ টাকার অতিরিক্ত রিজার্জে সীমাহীন 5G পরিষেবা নিতে পারবে গ্রাহকরা।
আরো পড়ুন: BSNL নিয়ে এলো ন্যাশনাল ওয়াইফাই রোমিং, দেশের যেকোনো জায়গায় মিলবে হাইস্পিড ইন্টারনেট
সম্প্রতি জুলাই মাসেই একটি বিজ্ঞপ্তিতে ট্যারিফ প্ল্যানের মূল্য বাড়ানোর কথা জানায় জিও কর্তৃপক্ষ। সঙ্গে এও জানানো হয় যে যাঁরা প্রতিদিন দুই জিবি ইন্টারনেট পরিষেবার রিচার্জ করবেন শুধুমাত্র তারাই সীমাহীন 5G পরিষেবা পেতে পারেন। তাই কোনো গ্রাহক যদি ২৯৯ টাকার রিচার্জ করে তবে সেক্ষেত্রে ১.৫ জিবির সীমিত ডেটা পরিষেবা পেয়ে থাকবেন। এবার ৬০১ টাকা রিচার্জ করলে (Jio New Budget Plan) সীমিত নেট ব্যবহারকারী গ্রাহকরা সীমাহীন 5G পরিষেবা নিয়ে পারবেন।
এর জন্য মাইজিও অ্যাপ বা জিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি এই ৬০১ টাকার রিচার্জ করা সম্ভব। জানা যাচ্ছে এই অফারটি (Jio New Budget Plan) দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য তাই কতদিন গ্রাহকরা এই বাজেট প্ল্যানটি রিচার্জের সময় পাবেন তা সঠিক ভাবে বলা যাচ্ছেনা।