Job Alert: আবারো হবে কর্মী নিয়োগ, এবার গ্রুপ সি পদে নিয়োগ করবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের চাইল্ড প্রটেকশন ইউনিটের তরফ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক গ্রুপ-সি পদের জন্য কর্মী নিয়োগ করা হতে চলেছে। কোন কোন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে? আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? কিভাবে আবেদন করতে হবে? বেতন কত হবে? ইত্যাদি যাবতীয় বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
পদ
ঝাড়গ্রাম চাইল্ড প্রটেকশন ইউনিটের তরফ থেকে পি. ও., অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টেন্ট এবং সোশ্যাল ওয়ার্কার এই চারটি পদের জন্য কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি (Job Alert) জারি করা হয়েছে।
শূন্য পদ
ঝাড়গাম জেলা দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ (Job Alert) সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখিত চারটি পদের জন্য একটি করে শুন্য পদ নির্ধারণ করা হয়েছে। পি.ও. এবং সোশ্যাল ওয়ার্কার পদের জন্য এসসি ক্যাটাগরি থেকে একজন করে কর্মী নিয়োগ করা হবে। অন্যদিকে অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ইউ আর ক্যাটাগরি থেকে একজন করে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা
আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। ৩৫ বছর বয়স পর্যন্ত যে কোন ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে পি.ও. পদের জন্য বয়স সীমায় ১০ বছর অতিরিক্ত ছাড় আছে। অর্থাৎ ৪৫ বছর বয়স অবধি ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা
চারটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
- অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যেকোনো ব্যক্তি আবেদন করতে পারবেন।
- অ্যাকাউন্টেন্ট পদের জন্য কমার্স অথবা ম্যাথমেটিক্স নিয়ে গ্রাজুয়েশন উত্তীর্ণ ব্যক্তিরা আবেদন করতে পারবে। এছাড়াও কম্পিউটারের ট্যালি সফটওয়্যারের উপর দক্ষতা থাকতে হবে অথবা কম্পিউটারের এক বছরের কোর্স করা থাকতে হবে।
- সোশ্যাল ওয়ার্কার পদের জন্য সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যাল সাইন্স অথবা সোসিওলজি বিষয় নিয়ে গ্রাজুয়েশন উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- পি.ও. পদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট, ল, সোশ্যাল ওয়ার্ক, হিউম্যান রাইটস ইত্যাদি বিষয়ের উপর গ্রাজুয়েশন উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। অথবা স্নাতকোত্তর ডিগ্রি ধারীরাও আবেদন করতে পারেন।
- চারটি পদের জন্যই কর্ম অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পি.ও. পদের জন্য ন্যূনতম দু বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আরো পড়ুন: কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগ, থাকবে মোটা টাকা স্টাইপেন্ড
নিয়োগ পদ্ধতি
চারটি পদের জন্যই তিনটি ভাগে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে ১০০ নম্বরে লিখিত পরীক্ষা হবে। তাতে উত্তীর্ণ হতে পারলে ৩০ নম্বরের কম্পিউটার পরীক্ষা হবে। তাতে উত্তীর্ণ হতে পারলে তবেই ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
আবেদন পদ্ধতি
নিয়োগ প্রক্রিয়ায় (Job Alert) অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারীদের ঝাড়গ্রামের ডি.এম. অফিস থেকে আবেদন পদ্ধতির হার্ড কপি সংগ্রহ করতে হবে। তারপর সেই আবেদন পত্রটি পূরণ করে রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে। অনলাইনের মাধ্যমেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে বিভাগীয় মেইল এড্রেসে ইমেইলের মাধ্যমে জমা করতে হবে আবেদন পত্র। ৫/১২/২০২৪ থেকে ২৪/১২/২০২৪ পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।