জলপাইগুড়ি জেলার অনগ্রসর শ্রেণী ও আদিবাসী উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে সংশ্লিষ্ট পদের জন্য। আপনি যদি সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন, তবে আপনার জন্য থাকছে দারুন সুযোগ। এক্ষেত্রে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। জলপাইগুড়ি জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি, জেলার প্রশাসনিক ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত হয়েছে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এক্ষেত্রে সুবিধা পাবেন। কোন ধরনের কর্মচারীরা সুযোগ পাবেন? আপনি যদি ইন্সপেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরে হেড ক্লার্ক পদ বা অন্য পদ থেকে অবসর গ্রহণ করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে।
কোন পদে নিয়োগ করা হবে? জলপাইগুড়ি জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আগামী ৩০শে জানুয়ারি সকাল ১০টা থেকে ইন্টারভিউ শুরু হবে।
আরও পড়ুন: অয়েল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
কিভাবে আবেদন করা যাবে? পুরো বিজ্ঞপ্তিটি দেখার জন্য আবেদনকারীদের প্রথমে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোমপেজ থেকে রিক্রুটমেন্ট অপশনে গেলে পুরো বিজ্ঞপ্তি দেখা যাবে। সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে ও নির্ভুল ফিলাপের পর তা সংশ্লিষ্ট ঠিকানায় অন্যান্য নথি সহ জমা দিতে হবে। বিজ্ঞপ্তি থেকে সমস্ত শর্তাবলী জানা যাবে।
কিভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে? আগামী ২১শে জানুয়ারির মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্রের কপি সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পৌঁছে যেতে হবে আবেদনকারীদের। যোগ্যতার নিরিখে প্রার্থী বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। কর্মী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের মতামত কে চূড়ান্ত বলে গণ্য করা হবে। আরো অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য আগ্রহী প্রার্থীরা মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।