Syama Prasad Mookherjee Port: হলদিয়ার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

Syama Prasad Mookherjee Port: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের অন্যতম বৃহৎ বন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। হলদিয়াতেই চাকরির সুযোগ। জানা যাচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগ করা হবে। দেরি না করে আবেদন পদ্ধতি, বয়স ও যোগ্যতা সম্পর্কে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

পদের নাম:

অ্যাসিস্ট্যান্ট গার্ডেনিং ম্যানেজার

শূন্যপদ:

বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা ০১টি। যা পরবর্তীকালে বাড়তে পারে।

কর্মস্থল:

হলদিয়া

সংস্থার নাম:

শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট (Syama Prasad Mookherjee Port)

বিভাগ:

হলদিয়া ডক কমপ্লেক্সের প্রশাসনিক বিভাগে নিয়োগ চলবে।

বেতন:

বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

কর্ম সময়:

জানা যাচ্ছে চুক্তির মাধ্যমে তিন বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে (Syama Prasad Mookherjee Port)।

আরো পড়ুন: দীঘাতে আর নয় অতিরিক্ত ভাড়া, ছুটির মরশুমের আগেই কড়া প্রশাসন

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বোটানি বা এগ্রিকালচারে স্নাতক হতে হবে। এছাড়াও ল্যান্ডস্কেপ এগ্রিকালচার নিয়ে স্নাতক হলেও এবং সঙ্গে অভিজ্ঞতা থাকলে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। যেসব প্রার্থীদের স্নাতকোত্তর যোগ্যতা থাকলে এবং সরকারি বা বাণিজ্যিক বা ব্যবসায়িক বা প্ল্যান্টেশন বা গার্ডেনিংয়ে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

এক্ষেত্রে প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। এর জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটের আবেদনপত্র প্রিন্ট আউট আট করে তা সঠিক ভাবে পূরন করে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনের সময়সীমা:

বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী ২৬শে ডিসেম্বর আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ হিসেবে নির্বাচন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *