চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর দিল ভারত ইলেকট্রনিক্স। সম্প্রতি প্রকাশ্যে এসেছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ভারতীয় নাগরিকরাই এই সংস্থানে আবেদন করতে পারবেন। কিভাবে নিয়োগ করবে সংস্থা? আবেদনই বা কিভাবে করতে হবে? যোগ্যতা কি লাগবে? কোন পদে আবেদন করা যাবে? কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা? আগ্রহী থাকলে অবশ্যই জেনে নিন। না হলেই হাতছাড়া হবে চাকরি।
পদের নাম
প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মোট শূন্যপদ
বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত ইলেকট্রনিক্স মোট ১২টি শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করবে।
বয়সসীমা
উপরে উল্লেখিত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ছাড় পাবেন। বাকিদের ২৮ বছরের উর্ধ্বে হলে আবেদন গ্রহণ করা হবে না।
শিক্ষাগত যোগ্যতা
মূলত স্নাতক উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীর যোগ্যতা লাগবে বিজনেস ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ। এছাড়াও কোনো প্রার্থীর যদি পূর্বের কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কাজে অগ্রাধিকার মিলবে।
পারিশ্রমিক
ভারত ইলেকট্রনিক্সের উল্লেখিত পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে সর্বনিম্ন ২১, ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮২, ০০০ টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি
সংশ্লিষ্ট পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।
আরও পড়ুন: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতাতে গবেষণা প্রকল্পে শীঘ্রই কর্মী নিয়োগ করা হবে
আবেদন মূল্য
ভারত ইলেকট্রনিক্সের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে ২৯৫ টাকা করে।
নিয়োগ পদ্ধতি
কেন্দ্রীয় সংস্থার নির্দিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের নিযুক্ত করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
অফিশিয়াল ওয়েবসাইট
ভারত ইলেকট্রনিক্সের এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে অনুসরণ করুন অফিশিয়াল ওয়েবসাইট।