চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর দিল আইআইটি খড়গপুর। সম্প্রতি কলকাতার নিউটাউন ক্যাম্পাসে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল আইআইটি খড়গপুর। মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থী। পরবর্তীতে দক্ষতা থেকে মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। কোন যোগ্যতায় প্রার্থী নিয়োগ করা হবে? কোন বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন? আবেদনের শেষ তারিখ কবে? জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগ স্থান:– আইআইটি খড়গপুরের কলকাতার নিউটাউন ক্যাম্পাসে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩টি পদে আইআইটি খড়গপুর কর্মী নিয়োগ করবে। যে তিনটি পদ হল অ্যাকাউন্টস এগজিকিউটিভ, চিফ এগজিকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অফিসার।
মোট শূন্যপদ:- সংস্থা তরফে মোট ৩টি শূন্য পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে উপযুক্ত কর্মীকে বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
যোগ্যতা:- বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য পৃথক পৃথক যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। যেমন চিফ এগজিকিউটিভ অফিসার পদে আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে স্নাতক উত্তীর্ণ ফার্স্ট ক্লাস। সাথে পূর্ব কাজের অভিজ্ঞতা থাকতে হবে ১০-১২বছর। অনুরূপে বাকি ২টি পদেও ভিন্ন যোগ্যতা ধার্য করা হয়েছে।
বয়সসীমা:- সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ধার্য করা হয়েছে পৃথক পৃথক। অ্যাকাউন্টস এগজিকিউটিভ পদে সর্বোচ্চ বয়স ৪০ বছর। চিফ এগজিকিউটিভ অফিসার পদে ৬০ বছর বয়স পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে ৪৫ বছর বয়সের মধ্যেকার প্রার্থীরা আবেদন করতে পারবেন চিফ অপারেটিং অফিসার পদে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড়পত্র দেওয়া হবে।
মাসিক বেতন:- আইআইটি খড়গপুরের মোট ৩টি ভিন্ন পদের মাসিক বেতন রয়েছে ভিন্ন ভিন্ন। প্রতি মাসে ৬০,০০০ টাকা বেতন মিলবে অ্যাকাউন্টস এগজিকিউটিভ পদে নিযুক্ত প্রার্থীর। চিফ এগজিকিউটিভ অফিসার পদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে বেতন পাবে ৩ লাখ টাকা এবং ২,০০,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত প্রার্থীকে।
আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এর জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।
আরও পড়ুন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে কোর্স করার সুযোগ, কোন বিষয় করানো হবে কোর্স?
আবেদন মূল্য:- সংস্থা তরফে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ভিন্ন আবেদন মূল্য ধার্য করেছে। এক্ষেত্রে সাধারণ আবেদনকারী প্রার্থীদের জন্য আবেদন মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে ৫০০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া:- মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। আর এর জন্য ৩টি পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে প্রার্থীদের। ৩ বছর কাজ করতে পারবে নিযুক্ত প্রার্থীরা। পরবর্তীতে দক্ষতা অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানো যেতে পারে।
আবেদনের শেষ তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আইআইটি খড়গপুরের সংশ্লিষ্ট পদগুলিতে আগামী ২০২৫ এর ৪ঠা এপ্রিল পর্যন্ত শেষ আবেদন করা যাবে। এরপর কোনো আবেদন গ্রহণ করবে না সংস্থা।
অফিসিয়াল ওয়েবসাইট:- আইআইটি খড়গপুরের এই চাকরি সম্পর্কিত আরো বিস্তারিত জানতে অনুসরণ করুন অফিসিয়াল ওয়েবসাইট।