Jobs in Malda: বর্তমানে রাজ্যের সরকারি চাকরির অবস্থা খুবই শোচনীয়। দীর্ঘদিন যাবত বিভিন্ন বিভাগে নিয়োগ প্রক্রিয়া সেভাবে হচ্ছে না বললেই চলে। বহু যোগ্য ছেলেমেয়েরা অপেক্ষা করে রয়েছে সঠিক চাকরির জন্য। কিন্তু যোগ্যতা থাকলেও নিয়োগ হচ্ছে না, যার ফলে হতাশা এবং বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এই রাজ্যে। আজকের এই প্রতিবেদনে একটি দুর্দান্ত চাকরির ব্যাপারে আলোচনা করা হবে। যারা আগ্রহী তারা আবেদন করতে পারেন এখানে।
যেসব ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন তারা মালদহ জেলার প্রশাসনিক বিভাগে আবেদন করতে পারেন। মালদহ জেলায় একটি আকর্ষণীয় কাজের সুযোগ (Jobs in Malda) রয়েছে। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মীদের নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। জেলাশাসক ও কালেক্টরের অফিসের তরফে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
কোন পদে নিয়োগ করা হবে কর্মী?
সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে কর্মী। এই পদে যে সব প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে (Jobs in Malda)। এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে অবশ্য প্রয়োজন অনুযায়ী এই মেয়ে আর বৃদ্ধি হতে পারে।
মাসিক বেতন কত?
প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
প্রার্থীর বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৪ বছরের নীচে হতে হবে। এই পদের জন্য শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই তাদের শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
আরো পড়ুন: কলকাতা বিশ্বিদ্যালয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীনিয়োগ, জানুন আবেদন পদ্ধতি
কিভাবে নিয়োগ করা হবে কর্মীদের?
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।
ইন্টারভিউয়ের তারিখ
নির্দিষ্ট পদের জন্য ইন্টারভিউ হবে ২৬ নভেম্বর। সকাল সাড়ে ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে প্রার্থীদের (Jobs in Malda)।
প্রার্থীদের অবশ্যই আগে আবেদনপত্র ডাউনলোড করতে মালদহ জেলার ওয়েবসাইট থেকে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে সেখান থেকেই। এই চাকরির জন্য কি কি নথিপত্র প্রয়োজন সেই সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই। তাই আগ্রহী প্রার্থীরা দেরি না করে তাড়াতাড়ি চেষ্টা করুন এই চাকরির জন্য।