কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমসে কর্মী নিয়োগ করা হবে, কোন পদে নিয়োগ জেনে নিন

কল্যাণী এইমস পশ্চিমবঙ্গের কল্যাণী শহরে অবস্থিত একটি উচ্চ প্রযুক্তিগত সরকারি হসপিটাল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়। মোট ১৮০ একর জায়গা নিয়ে অবস্থিত এই হসপিটাল। বর্তমানে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে ক্যান্সার শনাক্তকরণ সম্ভব, তাই নিয়ে গবেষণা করা হবে। প্রতিষ্ঠানের প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগে প্রকল্পের কাজ শুরু হবে। সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

পদের নাম:

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ২

শূন্য পদের সংখ্যা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা থাকছে ১টি।

প্রকল্পের নাম:

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টুল ফর দা ডিটেকশন অফ ব্রেস্ট এন্ড ওরাল ক্যান্সার।

অধীনস্থ সংস্থা:

প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অধীনস্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্যাথলজির অন্তর্গত।

মেয়াদকাল:

এক্ষেত্রে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ৬ মাস। এরপরে প্রয়োজন অনুসারে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

বয়সসীমা:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

নিয়োগ পদ্ধতি:

প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মীদের নিয়োগ করা হবে।

বেতন:

নিযুক্ত ব্যক্তিরা মাসে কুড়ি হাজার টাকা করে পাবে। এছাড়াও বাড়ি ভাড়া বাবদ ভাতাও পাবে।

আরও পড়ুন: ভারতীয় ডাক বিভাগে চাকরির বিরাট সুযোগ, কোন যোগ্যতায় করা যাবে আবেদন

যোগ্যতা:

আপনি যদি সংশ্লিষ্ট পদের জন্য আগ্রহী হয়ে থাকেন তবে আপনাকে বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (এমএলটি)/ ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (ডিএমএলটি)/ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।

অভিজ্ঞতা:

আপনি যদি এই পদের জন্য আগ্রহী হয়ে থাকেন, তবে আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম:

আবেদন করার জন্য প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিংকে গিয়ে আবেদন পত্র সহ অন্যান্য নথি জমা দিতে হবে। এরপর প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ:

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ শে জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরো অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *